Tech Tips: স্মার্টফোনে জল ঢুকে গিয়েছে! দেখে রাখুন এই উপায়

Tech Tips:ইতিমধ্যেই রাজ্যে ঢুকে গিয়েছে বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই হঠাৎ করে মেঘ ফাটা বৃষ্টি আর সাথে ঝড় ঝাপটা। কিন্তু বর্ষাকাল হলেও আমাদের বিরোধ হয় নানান কাজে।

Fix a Water-Damaged Phone

Tech Tips:ইতিমধ্যেই রাজ্যে ঢুকে গিয়েছে বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই হঠাৎ করে মেঘ ফাটা বৃষ্টি আর সাথে ঝড় ঝাপটা। কিন্তু বর্ষাকাল হলেও আমাদের বিরোধ হয় নানান কাজে। অন্যদিকে আমাদের বর্তমান জীবনের সঙ্গী হলো স্মার্টফোন তাই স্মার্ট ফোন কাজ ছাড়া কোনোভাবেই করা যায় না সে শীতকাল হোক কিংবা বর্ষাকাল। তবে বর্ষাকালে এই সমস্ত স্মার্ট ডিভাইসের দিকে একটু বিশেষ ভাবে নজর দিতে হয়।

Advertisements

যদিও বর্তমানে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থা দাবি করে তাদের স্মার্ট ফোন পুরোপুরি ভাবে জলের সাথে মোকাবেলা করতে পারে। কিন্তু তাতেও অনেক সময় ফোনের স্পিকারে জল ঢুকে গিয়ে বিপত্তি দানা বাঁধে। যার ফলে স্মার্টফোনের ভেতরে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দেয়।

অন্যদিকে এক বছরের ওয়ারেন্টি পিরিয়ড পেরিয়ে গেলে কোম্পানি কোন ভাবেই দায় নেয় না সেই সমস্ত স্মার্ট ফোনের। তবে কিছু নিয়ম মাথায় রাখলে আপনার স্মার্টফোন রেহাই পাবে জল থেকে। যদি কোন কারনে আপনার স্মার্টফোনের মধ্যে জল প্রবেশ করে তাহলে ঘাবড়ানোর কোন দরকার নেই। প্রথমে স্মার্টফোন থেকে যদি ব্যাটারি খোলা সম্ভব হয় তাহলে সেটিকে খুলে ফেলতে হবে। তারপরে খুলে ফেলতে হবে সিম কার্ড এবং মেমোরি কার্ড।

Advertisements

এরপরে স্মার্ট ফোন থেকে মসৃণ কাপড়ে আলতো ভাবে মুছে ফেলতে হবে। দেখবেন তার ফলে অনেকটা জল বেরিয়ে গিয়েছে। ঘন্টা দুয়েক স্মার্ট ফোনটিকে খোলা অবস্থায় রেখে দিতে হবে। তারপরে পুনরায় ফোনের ব্যাটারি এবং সিম কার্ড ও মেমোরি কার্ড লাগিয়ে ব্যবহার করুন। স্মার্ট ফোন যখন আস্তে আস্তে গরম হতে থাকবে তখন ধীরে ধীরে ফোনের ভেতরে জমে থাকা সামান্য জল বাষ্পীভূত হয়ে যাবে।