Tech news: অনলাইন বাজারে ব্যাপক ছাড়ে মিলছে Poco C50

স্মার্ট ফোন ছাড়া এক মুহূর্ত চলে যায় না। বর্তমানে ভারতীয় বাজার রয়েছে বেশ কিছু নামিদামি সংস্থা স্মার্টফোন তাদেরই মধ্যে অন্যতম হলো poco।

poco c50

Tech news: সাম্প্রতিক সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন সাধারণ মানুষ হাতে গোনা। কারণ স্মার্টফোন আমাদের বর্তমান জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই স্মার্ট ফোন ছাড়া এক মুহূর্ত চলে যায় না। বর্তমানে ভারতীয় বাজার রয়েছে বেশ কিছু নামিদামি সংস্থা স্মার্টফোন তাদেরই মধ্যে অন্যতম হলো poco।

এই স্মার্ট ফোন নির্মাণকারী সংস্থা সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় তার কারণ খুব স্বল্পদামে অত্যাধুনিক ফিচার নিয়ে হাজির হয়, এই সংস্থা। তবে এবার আর কোন নতুন স্মার্টফোন নয় বরং তাদের একটি পুরনো স্মার্টফোনের উপর আকর্ষণীয় ছাড় নিয়ে এলো সংস্থা। সংস্কার পক্ষ থেকে জানানো হয়েছে Poco C50 এই স্মার্টফোনের উপর সংস্থা দিতে চলেছে আকর্ষণীয় ছাড়।

   

বর্তমানে স্মার্টফোনটির বাজারমূল্য প্রায় ৯০০০ টাকার কাছাকাছি। তবে ভারতের অন্যতম জনপ্রিয় এই কমার্স সাইট ফ্লিপকার্ট আপনাকে দিচ্ছে ৩৮ শতাংশ ছাড়। সেক্ষেত্রে স্মার্টফোনটির দাম দাঁড়াচ্ছে মাত্র ৫৫০০ টাকার কাছাকাছি। তাছাড়া আপনার যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আরো ১২৫০ টাকা ছাড় পাবেন।

অন্যদিকে সংস্থা জানাচ্ছে স্মার্টফোনের উপর রয়েছে এক্সচেঞ্জ অফার। আপনার যদি পুরনো স্মার্টফোন থাকে এবং সেটির অবস্থা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে প্রায় চার হাজার টাকা ছাড় পাবেন আপনি। এই স্মার্টফোনের মধ্যে থাকছে মিডিয়াটেক A22 প্রসেসর। একই সাথে পাওয়া যাবে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি।