HomeBusinessStay Cool this Summer: এসির মতো ঘর ঠান্ডা করবে কুলার, কিনে ফেলুন...

Stay Cool this Summer: এসির মতো ঘর ঠান্ডা করবে কুলার, কিনে ফেলুন আজই

- Advertisement -

Stay Cool this Summer: বর্তমানে যে হারে গরম পড়েছে, তাতে স্বাভাবিকভাবে সাধারণ জনজীবন বিপর্যস্ত। যত দিন যাচ্ছে এই গরমের মাত্রা যেন আরো বেড়ে চলেছে। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করে গিয়েছে বর্ষা তবে দক্ষিণবঙ্গে কবে দেখা মিলবে সেটা এখনো পরিষ্কার নয়।

পাশাপাশি রয়েছে আদ্রতা যার ফলে এক মুহূর্তের জন্য শরীর শুকোচ্ছে না, অনবরত ঘাম বেরতে থাকছে। তাই এই পরিস্থিতিতে বাইরে বেরোনো একেবারেই সুরক্ষিত নয়। কিন্তু কাজের চাপে আমাদের বাইরে বেরোতেই হয় তবে বাড়ি ফিরে এসে যদি একটু ঠান্ডা হাওয়া না পাওয়া যায় তাহলে কারোরই ভালো লাগেনা।

   

কিন্তু দিনদিন যা গরম পড়ছে তাতে বাড়ির সিলিং ফ্যানের হাওয়া থেকে শুরু করে টেবিল ফ্যান সবই গরম হতে শুরু করছে। এই পরিস্থিতিতে এসি কেনা ছাড়া কোন উপায় দেখছে না মধ্যবিত্ত। কিন্তু এসি কেনার থেকে বড় কথা হলো বিদ্যুতের বিল।

এসি যে হারে বিদ্যুৎ অপচয় করে তা আমাদের সকলেরই জানা, যার ফলে সহজে এসে কিনতে চান না মধ্যবিত্ত বাঙালি। তবে আমরা এই প্রতিবেদনে একটি কুলারের কথা বলব, যা একেবারেই এসির মত অর্থাৎ দেওয়ালে খুব সহজেই আপনি লাগিয়ে নিতে পারবেন।

Symphony Cloud T Wall Mounted, এই কুলারটি আপনি সহজেই বিভিন্ন ধরনের অনলাইন সাইট থেকে কিনে নিতে পারবেন। বর্তমানে এই কুলটির বাজার মূল্য প্রায় ১৩ হাজার টাকার কাছাকাছি। একই সাথে আপনি পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি এবং ১৫ লিটারের স্টোরেজ ক্যাপাসিটি।

#Cooler #AC #HomeCooling #EfficientCooling #SummerHeat #CoolingSolutions #BuyNow

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular