Online Shopping: সারাদিন অনলাইন শপিং করতে ব্যস্ত! সেই সাইট আদৌও সুরক্ষিত তো

Legal rights against credit card fraud
Legal rights against credit card fraud

Online Shopping Tips: বর্তমানে প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই দিন দিন বেড়ে চলেছে সাইবার ক্রাইম। যার ফলে তাই প্রতিদিনই দেশের সাধারণ মানুষ নিজে রক্ত জল করা উপার্জনের টাকা হারিয়ে বসছেন। তবে বর্তমানে প্রযুক্তি ছাড়া এক মুহূর্তে চলা যায় না। সেই সাথে ইন্টারনেটের ব্যবহার যতই বেড়েছে ততই মাথা চারা দিয়ে উঠেছে এই সমস্ত সাইবার ক্রাইম।

অন্যদিকে বর্তমানে ইন্টারনেট ছাড়া কোন কিছুই করা সম্ভব নয় পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজকর্ম সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর এক কথায় বলা চলে প্রযুক্তি নির্ভর তাই বিভিন্ন ধরনের অনলাইন সাইটে আমাদের প্রবেশ করতেই হয়। তবে শুধু পড়াশুনা কিংবা চাকরি-বাকরি নয় বর্তমানে ই-কমার্স সাইটে অনেক দ্রব্য পাওয়া যার দাম বাজারের তুলনায় অনেকটাই কম।

   

তাই এই সমস্ত লোভনীয় অফারে সাধারণ মানুষ কিছু না ভেবেই পা দিয়ে থাকেন প্রতারণার ফাঁদে। কিন্তু আপনি যে সাইটে প্রকাশ করছেন সেই সাইট আদৌও সুরক্ষিত কিনা তা আমরা অনেকেই জানিনা। আর ঠিক সেই কারণে বারবার আর্থিক প্রতারণার ফাঁদে পড়তে হয় আমাদের। জেনে নেওয়া যাক অনলাইন সাইট আদৌও সুরক্ষিত কিনা তা কি করে বোঝা সম্ভব।

প্রথমেই নজর দিতে হবে https:// এ যার মধ্যে s কথার অর্থ হলো সিকিওর অর্থাৎ সুরক্ষিত। তাছাড়া গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ভুল ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভুল বানান থাকে তাই ওয়েব সাইটে নজর দিলেই বোঝা যাবে সেটি আসলে সঠিক কিনা। অন্যদিকে বেশি ছাড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

#onlineshopping #securesite #internetsafety #ecommerce #cybercrime #safeshopping

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন