স্প্যাম কলের দিন শেষ! এখন কল করলে স্ক্রিনে দেখাবে Aadhaar-এর নাম

Spam Calls Ending Soon, Caller Name Will Now Show Aadhaar Details

ভারতে প্রতিদিন বাড়ছে স্প্যাম কল, ফেক পরিচয় আর প্রতারণামূলক ফোন নম্বরের সমস্যা। এই পরিস্থিতি বদলাতে ভারত সরকার আনল নতুন সিস্টেম CNAP, যার পুরো নাম কলিং নেম প্রেসেন্টেশান। এই প্রযুক্তি এখন দেশের কিছু অঞ্চলে LIVE এবং খুব শীঘ্রই সারা দেশে চালু হবে। CNAP চালু হওয়ার পর কেউ ফোন করলে স্ক্রিনে প্রথমেই দেখা যাবে সেই নম্বরের সাথে লিঙ্ক করা আধার (Aadhaar)-এর আসল নাম, এরপর দেখা যাবে ব্যবহারকারীর ফোনে সেভ করা নাম। অর্থাৎ আপনি কারও নম্বর “মা”, “বাবা”, “কিরানা দোকান”, “প্লাম্বার” বা যেকোনো নামে সেভ করে রাখলেও প্রথমে দেখা যাবে Aadhaar-এ থাকা অফিসিয়াল নাম।

Advertisements

CNAP-র নয়া উদ্যোগ

সরকারের দাবি, CNAP সিস্টেম প্রতারণামূলক কল ও স্প্যাম নম্বর শনাক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে। কল ধরার আগেই জানা যাবে কলদাতার আসল পরিচয়, ফলে মানুষ ঠকবে না এবং প্রতারকরা সহজেই ধরা পড়বে। এতদিন Truecaller-এর মতো অ্যাপ এই সুবিধা দিত, কিন্তু CNAP সরাসরি সরকারি ডাটাবেস থেকে তথ্য এনে দেখাবে, এটাই বড় পার্থক্য।

   

CNAP কী এবং কেন গুরুত্বপূর্ণ? CNAP বা Calling Name Presentation এমন একটি সিস্টেম যা ইনকামিং কলের সময় কলারের আসল শনাক্তকরণ দেখায়। আজ পর্যন্ত SIM কেনার সময় যে Aadhaar নম্বর ও নাম রেজিস্টার করা হয়েছে, সেটিই ভবিষ্যতে সবার কাছে প্রদর্শিত হবে। এটি ব্যক্তিগত পরিচয়কে আরও স্বচ্ছ করে এবং নিরাপত্তা বাড়ায়। অনেক প্রতারক ভুল নাম দেখিয়ে কল করত, কিন্তু এখন সেই সুযোগ আর থাকবে না।

কল এলে কীভাবে দেখাবে তথ্য? CNAP চালু হওয়ার পর কল এলে স্ক্রিনে পর্যায়ক্রমে দেখা যাবে দুইটি নাম। প্রথমে দেখাবে আধার কার্ডে থাকা নাম, তারপর 1-2 সেকেন্ড পর আপনার ফোনে সেভ করা কন্ট্যাক্ট নেম। যেমন: আপনি আপনার ভাইয়ের ফোন নম্বর “ভাইয়া” নামে সেভ করে রেখেছেন, কিন্তু কল আসলে স্ক্রিনে প্রথমে দেখা যাবে আধারের নাম: রাকেশ কুমার সিং এবং তার পরে কন্ট্যাক্ট নেম: ভাইয়া। এতে ভুল পরিচয় বা বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা কমবে।

Advertisements

স্ক্যাম, ফেক কল এবং প্রতারণা কমাতে CNAP অনেকটা বদল আনতে পারে। প্রতারকরা আর ভুয়া নাম ব্যবহার করতে পারবে না, সাইবার সেল দ্রুত তথ্য যাচাই করতে পারবে এবং সিনিয়র সিটিজেন বা প্রযুক্তিতে কম জানাশোনা মানুষও ফোন ধরার আগে সিদ্ধান্ত নিতে পারবে।

CNAP চালু হওয়ার ফলে ভারতের টেলিকম সুরক্ষায় বড় পরিবর্তন আসছে। ব্যক্তিগত পরিচয়ে স্বচ্ছতা বাড়বে, ফেক কলের দৌরাত্ম্য কমবে এবং কলিং সিস্টেম আরও নিরাপদ হবে। এখন দেখার বিষয়, এই নতুন সিস্টেম সারা দেশে কত দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনগণ কতটা স্বাচ্ছন্দ্যে এটি ব্যবহার করে।