অবিশ্বাস্য! 4 মিনিটে ফোন হবে ফুল চার্জ, Realme আনতে চলেছে এই বিশেষ চার্জার

ফোনের চার্জ দেওয়া নিয়ে অনেকেই খুব চিন্তায় থাকেন। বেশিক্ষণ ফোনে (Smart Phone) কাজ করার কারণে কিছু মানুষকে বার বার ফোনে চার্জ দিতে হয়। এতে তাদের…

charger

ফোনের চার্জ দেওয়া নিয়ে অনেকেই খুব চিন্তায় থাকেন। বেশিক্ষণ ফোনে (Smart Phone) কাজ করার কারণে কিছু মানুষকে বার বার ফোনে চার্জ দিতে হয়। এতে তাদের কাজে বিঘ্ন ঘটে। তাই এই সমস্যা দূর করতে কোম্পানি এমন চার্জার নিয়ে আসছে যার ব্যবহারে মাত্র 4 মিনিটে ফোনের ব্যাটারি 0 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

গত কয়েক বছরে দেখা গেছে, এই চার্জিং প্রযুক্তি তেমন একটা উন্নত করতে পারেনি। সে কথা মাথায় রেখেই Realme এবং Xiaomi এই প্রযুক্তিকে দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে। Realme এর আগে 240W চার্জিং সমর্থন সহ তার GT সিরিজের ফোনগুলি লঞ্চ করেছিল। এবারে Realme জানাল, তারা 320W চার্জার আনার পরিকল্পনা করছে।

   

রাখিবন্ধন উপলক্ষ্যে মাত্র 499 টাকায় কিনুন Redmi-র স্মার্টফোন, দুর্দান্ত সেল আনল অ্যামাজন

Realme এও জানিয়েছে যে, অ্যাডাপ্টারের আকার না বাড়িয়ে 320W চার্জিংয়ে গতি বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। Realme এর চার্জারটিতে দুটি USB-C পোর্ট রয়েছে, যা ফোনের জন্য 150W পর্যন্ত চার্জিং গতি সমর্থন করতে পারবে। অন্য পোর্টটি 65W এ ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেট চার্জের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

মানুষকে বোঝানোর জন্য Realme একটি ডেমো ভিডিও প্রকাশ করে। যেখানে দেখানো হয় 320W অ্যাডাপ্টার ব্যবহার করে 4,420mAh ফোনের ব্যাটারি মাত্র 4 মিনিট 30 সেকেন্ডে সম্পূর্ণরূপে চার্জ করতে সক্ষম। এই চার্জার বাজারে এলে বহু মানুষ উপকৃত হবে বলে আশা রাখছে Realme।