অ্যাপলের আইফোন ১৭ সিরিজ ইতিমধ্যেই ৯ সেপ্টেম্বর ২০২৫-এ ভারতে লঞ্চ হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড স্যামসাংও শীঘ্রই আনতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S26 Ultra 5G। যদিও কোম্পানি অফিসিয়ালি লঞ্চ ডেট ঘোষণা করেনি, তবে টেক ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে যে, ফোনটি বাজারে আসতে পারে জানুয়ারি ২০২৬-এর শুরুতে। ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য প্রায় ১,৫৯,৯৯৯ হতে পারে বলে জল্পনা চলছে।
Samsung Galaxy S26 Ultra 5G: ডিসপ্লে ও ডিজাইন
স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা 5G–তে থাকছে একটি বিশাল ৬.৯ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে। এতে মিলবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মুথ। ডিসপ্লের বেজেল হবে আরও পাতলা এবং এতে থাকছে উন্নত অ্যান্টি-রিফ্লেকটিভ প্রোপার্টি, ফলে উজ্জ্বল আলোতেও স্পষ্ট দেখা যাবে। সুরক্ষার জন্য ফোনটিতে থাকছে IP68 ও IP69 সার্টিফিকেশন, যা ফোনকে জল ও ধুলোর হাত থেকে সুরক্ষিত রাখবে।
ক্যামেরা সেটআপ
এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর ২০০ মেগাপিক্সেলের নতুন সনি সেন্সর। রিয়ার কোয়াড ক্যামেরা সিস্টেমে আরও থাকছে একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে—কিছু লিকে বলা হয়েছে ১২ মেগাপিক্সেল, আবার কিছুতে দাবি করা হয়েছে ৫০ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও মিলবে দুর্দান্ত অভিজ্ঞতা—৮কে রেজোলিউশন–এ সহজেই করা যাবে ৬০ বা ১২০ এফপিএস ভিডিও রেকর্ডিং।
পারফরম্যান্স ও প্রসেসর
স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা ফোনে থাকছে সর্বশেষ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। হাই-এন্ড গেমিং, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং বা যে কোনো হেভি টাস্ক সহজেই করা যাবে এই প্রসেসরের মাধ্যমে। ফোনটির র্যাম কনফিগারেশনও প্রশংসনীয়—১৬ জিবি র্যাম স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়া হয়েছে এবং স্টোরেজ অপশন পাওয়া যাবে ২৫৬ জিবি থেকে ১ টেরাবাইট পর্যন্ত। ফলে যারা স্টোরেজ নিয়ে চিন্তিত, তাদের জন্য এটি হবে একদম পারফেক্ট সমাধান।
ব্যাটারি ও চার্জিং
দীর্ঘ সময় ফোন ব্যবহারকারীদের জন্য এতে থাকছে একটি শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি প্যাক। চার্জিং প্রযুক্তিতেও এসেছে আপগ্রেড—ফোনটি সাপোর্ট করবে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং, এমনকি কিছু রিপোর্টে দাবি করা হয়েছে ৯০ ওয়াট সুপারভূক চার্জিংও পাওয়া যেতে পারে। এর ফলে মাত্র ৩০ মিনিটের মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।
Samsung Galaxy S26 Ultra 5G নিঃসন্দেহে ২০২৬ সালের শুরুতে বাজার কাঁপাতে আসছে। এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ জিবি র্যাম, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি একে করে তুলেছে আগামী দিনের অন্যতম শক্তিশালী স্মার্টফোন। দাম কিছুটা বেশি হলেও, যারা প্রিমিয়াম এক্সপেরিয়েন্স চান, তাদের জন্য এটি হতে চলেছে সেরা চয়েস।