দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে নতুন ভ্যারিয়েন্ট যুক্ত করেছে। ভারতীয় বাজারে এবার লঞ্চ হয়েছে Samsung Galaxy S24–এর শক্তিশালী Snapdragon ৮ Gen ৩ (৪nm) প্রসেসর ভ্যারিয়েন্ট। উন্নত পারফরম্যান্সের পাশাপাশি এতে যুক্ত হয়েছে অ্যাডভান্সড এআই ফিচার এবং আরও আপগ্রেডেড ক্যামেরা এক্সপেরিয়েন্স। উৎসবের মরশুমে ফ্লিপকার্ট সেলে এই ফোন বিশেষ অফারে আরও সস্তায় কেনার সুযোগ পাওয়া যাবে।
Samsung Galaxy S24: কমপ্যাক্ট ডিজাইন ও দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট
নতুন ভ্যারিয়েন্টে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে Samsung Knox। ফোনটি দেখতে যেমন প্রিমিয়াম, ব্যবহারেও তেমনই স্মুথ। দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারকারীরা নিশ্চিন্ত থাকতে পারবেন, কারণ স্যামসাং এই ডিভাইসে ৭ বছর পর্যন্ত ওএস আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা
Samsung Galaxy S24-এর এই নতুন ভ্যারিয়েন্টে রয়েছে Snapdragon ৮ Gen ৩ প্রসেসর। পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা–ওয়াইড সেন্সর এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এআই জুম এবং অ্যাডভান্সড নাইটোগ্রাফি ফিচার ক্যামেরাকে আরও শক্তিশালী করেছে।
200 মেগাপিক্সেল যুক্ত Vivo X200 Pro 5G ফোনে বড় ছাড়, 21 সেপ্টেম্বর পর্যন্ত অফার
প্রিমিয়াম এই ডিভাইসে থাকছে গ্যালাক্সি এআই সাপোর্ট। এর ফলে ব্যবহারকারীরা পাবেন লাইভ ট্রান্সলেট, ইন্টারপ্রিটার মোড, চ্যাট অ্যাসিস্ট, নোট অ্যাসিস্ট, জেমিনি লাইভ এবং এআই এডিটিং টুলস। স্মার্ট এআই ফিচারগুলি ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে একেবারেই অন্য স্তরে নিয়ে যাবে।
ফোনটিতে দেওয়া হয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সহজেই একদিনের ব্যবহার ধরে রাখতে সক্ষম এই ব্যাটারি। ফলে ভারী ব্যবহারকারীরাও নিশ্চিন্তে ফোনটি ব্যবহার করতে পারবেন।
দাম ও অফার
Samsung Galaxy S24–এর Snapdragon ৮ Gen ৩ প্রসেসর ভ্যারিয়েন্ট দুটি স্টোরেজ অপশনে এসেছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪,৯৯৯ টাকা, আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯,৯৯৯ টাকা। তবে এটি এমআরপি। উৎসবের মরশুমে ফ্লিপকার্ট সেলে বিশেষ অফার এবং ডিসকাউন্টের পর দাম আরও কমে যাবে।
স্যামসাংয়ের এই নতুন ভ্যারিয়েন্ট নিঃসন্দেহে প্রিমিয়াম সেগমেন্টে একটি বড় আপডেট হিসেবে বিবেচিত হবে। শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট এবং গ্যালাক্সি এআই ফিচারের কারণে গ্যালাক্সি এস২৪ এই উৎসবের সিজনে ক্রেতাদের নজর কাড়তে প্রস্তুত।