১০ অক্টোবর লঞ্চ হচ্ছে Samsung Galaxy M17 5G, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

স্মার্টফোন জগতে ফের বড় ঘোষণা করল স্যামসাং। সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদের নতুন ফোন Samsung Galaxy M17 5G ভারতে লঞ্চ হতে চলেছে ১০ অক্টোবর, ২০২৫-এ।…

Samsung Galaxy M17 5G

স্মার্টফোন জগতে ফের বড় ঘোষণা করল স্যামসাং। সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদের নতুন ফোন Samsung Galaxy M17 5G ভারতে লঞ্চ হতে চলেছে ১০ অক্টোবর, ২০২৫-এ। এই নতুন M-সিরিজ স্মার্টফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তরুণ প্রজন্মের জন্য, যারা সবসময় অনলাইন ও অ্যাকটিভ থাকতে ভালোবাসেন। এর অন্যতম আকর্ষণ হবে ৫০ মেগাপিক্সেলের OIS ট্রিপল ক্যামেরা সেটআপ, যা ব্লার-ফ্রি ও শেক-ফ্রি ফটো-ভিডিও ক্যাপচার করতে সক্ষম। ফোনটির ৭.৫ মিমি আল্ট্রা-স্লিম প্রোফাইল এটিকে করে তুলেছে একদম প্রিমিয়াম এবং হালকা ডিজাইনের ডিভাইস।

Advertisements

Samsung Galaxy M17 5G: ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি-র সবচেয়ে বড় হাইলাইট হল এর ৫০ মেগাপিক্সেল OIS (Optical Image Stabilization) ট্রিপল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরা প্রযুক্তি ভিডিও রেকর্ডিংয়ের সময় স্থিতিশীলতা বজায় রাখে, ফলে ভিডিও হয় একদম স্মুথ ও পেশাদার মানের। তিনটি ভিন্ন লেন্স থাকার ফলে ব্যবহারকারীরা আলাদা আলাদা সিন অনুযায়ী আরও ডিটেইলড ও পরিষ্কার ছবি তুলতে পারবেন।

   

ফোনের ফ্রন্টে গরিলা গ্লাস ভিকটাস (Gorilla Glass Victus) প্রটেকশন দেওয়া হয়েছে, যা স্ক্র্যাচ ও ছোটখাটো আঘাত থেকে স্ক্রিনকে সুরক্ষিত রাখবে। এছাড়া IP54 রেটিং থাকায় ডিভাইসটি ধুলো ও পানির ছিটা প্রতিরোধে সক্ষম — অর্থাৎ অফিস, জিম বা আউটডোর ট্রিপ, যেখানেই যান না কেন, ফোনটি নির্ভয়ে ব্যবহার করা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি আসছে মাত্র ৭.৫ মিমি পুরু বডি নিয়ে, যা এটিকে করে তুলেছে একদম স্লিম ও হ্যান্ড-ফ্রেন্ডলি। ফোনটি হাতে ধরলে হালকা এবং আরামদায়ক মনে হয়, দীর্ঘক্ষণ ব্যবহারে কোনও ক্লান্তি আসে না। ধারণা করা হচ্ছে, এতে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড (Super AMOLED) ডিসপ্লে দেওয়া হবে, যা ভিডিও স্ট্রিমিং ও গেমিংয়ের জন্য অসাধারণ ভিজুয়াল অভিজ্ঞতা দেবে। ফোনটি দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে — মুনলাইট সিলভার ও স্যাফায়ার ব্ল্যাক। এর মেটালিক ফিনিশ একে দেবে প্রিমিয়াম স্মার্টফোনের মতো চমকপ্রদ লুক।

AI ফিচারে স্মার্ট অভিজ্ঞতা

স্যামসাং প্রথমবারের মতো তাদের M-সিরিজে AI ইন্টিগ্রেশন নিয়ে আসছে। ফোনটিতে থাকছে দুটি বিশেষ ফিচার — Circle to Search with Google এবং Gemini Live। প্রথম ফিচারের মাধ্যমে ব্যবহারকারী স্ক্রিনে যেকোনও ছবি, লেখা বা অবজেক্ট সার্কেল করে সরাসরি গুগলে সার্চ করতে পারবেন, অ্যাপ ছাড়াই। অন্যদিকে, Gemini Live ফিচার ব্যবহারকারীদের রিয়েল-টাইমে AI-চ্যাটের অভিজ্ঞতা দেবে, যেখানে ফোনের সঙ্গে কথা বলে তথ্য, সাজেশন বা টাস্ক ম্যানেজ করা যাবে।

১০ অক্টোবরের লঞ্চ ইভেন্টে Samsung Galaxy M17 5G সম্ভবত মাঝারি বাজেটের মধ্যে একটি ফ্ল্যাগশিপ-লেভেল ফিচারযুক্ত ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, AI ফিচার, প্রিমিয়াম ডিজাইন এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে — সব মিলিয়ে এটি দিওয়ালির আগে স্মার্টফোন ক্রেতাদের জন্য হতে চলেছে এক দুর্দান্ত বিকল্প। স্যামসাংয়ের এই নতুন ফোন একদিকে যেমন স্মার্ট, তেমনই শক্তিশালী, আর এর নো-শেক ক্যামেরা ও AI ইন্টেলিজেন্স নিঃসন্দেহে বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।