মাত্র ৬,৯৯৯ টাকায় লঞ্চ হল Samsung Galaxy M07, মিলবে ৫০MP ক্যামেরা ও ৬ বছর আপডেট

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের সময় স্যামসাং লঞ্চ করেছে তাদের নতুন বাজেট স্মার্টফোন Samsung Galaxy M07 4G। মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন, যা…

Samsung Galaxy M07 launched

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের সময় স্যামসাং লঞ্চ করেছে তাদের নতুন বাজেট স্মার্টফোন Samsung Galaxy M07 4G। মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন, যা কম দামের মধ্যে স্টাইলিশ ডিজাইন, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্টের প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে। বর্তমানে এটি শুধুমাত্র কালো রঙে এবং একটিমাত্র ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে।

Samsung Galaxy M07 4G: দাম ও ভ্যারিয়েন্ট

অ্যামাজনে তালিকাভুক্ত তথ্য অনুযায়ী, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। গ্রাহকরা চাইলে সহজ কিস্তিতেও এটি কিনতে পারবেন। এছাড়াও ফোনটির সঙ্গে ৬,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। বাজেট সেগমেন্টে প্রতিযোগিতা বাড়াতে এই অফার নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবে।

   

স্যামসাং গ্যালাক্সি M07 ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যেখানে দেওয়া হয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। এর ফলে স্ক্রলিং ও ভিডিও প্লেব্যাক হবে আরও স্মুথ। প্রসেসরের দিক থেকে ফোনটি চলে মিডিয়াটেক হেলিও G99 চিপসেট-এ, যা সাধারণ গেমিং এবং মাল্টিটাস্কিং-এর জন্য যথেষ্ট শক্তিশালী।

এই ফোনের অন্যতম বড় সুবিধা হলো এর সফটওয়্যার সাপোর্ট। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক সিস্টেমে কাজ করে এবং আগামী ৬টি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড ও ৬ বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট পাবে। বাজেট ফোনে এত দীর্ঘ আপডেট সাপোর্ট বিরল এবং এটি গ্রাহকদের জন্য বিশাল আকর্ষণ হতে চলেছে।

ক্যামেরা সেকশন

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বাজেট সেগমেন্টে এই ক্যামেরা সেটআপ সহজেই ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজন মেটাতে সক্ষম।

Advertisements

স্যামসাং গ্যালাক্সি M07-এ ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যার সঙ্গে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের কারণে ব্যবহারকারীরা নির্ভয়ে দিনভর ফোন ব্যবহার করতে পারবেন। তবে উল্লেখযোগ্যভাবে, ফোনটির বক্সে চার্জার দেওয়া হচ্ছে না; এর সঙ্গে কেবল টাইপ-সি টু টাইপ-সি কেবল এবং সিম ইজেক্টর টুল দেওয়া হয়েছে।

ডিজাইনের দিক থেকে ফোনটি বেশ স্লিম, মাত্র ৭.৬ মিমি পুরুত্বের। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে IP54 রেটিং। ফলে সাধারণ পরিস্থিতিতে পানি বা ধুলাবালির ঝুঁকি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।

সব মিলিয়ে, Samsung Galaxy M07 4G বাজেট ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অফার। মাত্র ৬,৯৯৯ টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ ডিসপ্লে এবং সবচেয়ে বড় কথা ৬ বছরের সফটওয়্যার আপডেট সুবিধা সত্যিই প্রশংসনীয়। যারা কম বাজেটে দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি দুর্দান্ত পছন্দ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News