Samsung Galaxy M06 5G মাত্র ৭,৪৯৯ টাকায় অফারে কিনে ফেলুন

অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এক দুর্দান্ত অফার নিয়ে এলো স্যামসাং। সংস্থার নতুন ৫জি স্মার্টফোন Samsung Galaxy M06 5G এখন পাওয়া যাচ্ছে মাত্র ৭,৪৯৯ টাকায়।…

Samsung Galaxy M06 5G

অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এক দুর্দান্ত অফার নিয়ে এলো স্যামসাং। সংস্থার নতুন ৫জি স্মার্টফোন Samsung Galaxy M06 5G এখন পাওয়া যাচ্ছে মাত্র ৭,৪৯৯ টাকায়। আরও বড় খবর হল, এই ফোনে কোম্পানি দিচ্ছে ৪ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট। বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচার খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা ডিল হতে চলেছে।

Advertisements

Samsung Galaxy M06 5G-তে দুর্দান্ত ছাড় ও এক্সচেঞ্জ অফার

স্যামসাং গ্যালাক্সি M06 5G বর্তমানে অ্যামাজনে সেলে সর্বনিম্ন দামে উপলব্ধ। ফোনটির দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা। সঙ্গে থাকছে ফ্রি ইএমআই বিকল্প এবং আকর্ষণীয় রিফান্ড অফার। এছাড়াও ক্রেতারা চাইলে পুরনো ফোন এক্সচেঞ্জ করে পেতে পারেন সর্বাধিক ৭,১২৪ টাকা পর্যন্ত ছাড়। তবে এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করছে আপনার পুরনো ফোনের মডেল ও অবস্থা কেমন তার ওপর। ফোনটি পাওয়া যাবে দুটি কালার ভ্যারিয়েন্টে — সেজ গ্রিন ও ব্লেজিং ব্ল্যাক।

   

স্যামসাং গ্যালাক্সি M06 5G ফোনে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, যা দ্রুতগতির পারফরম্যান্স এবং স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এর সঙ্গে থাকছে সর্বশেষ OneUI ৭.০, যা নির্ভর করছে অ্যান্ড্রয়েড ১৫-এর ওপর। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে এই ফোনে ৪টি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং দীর্ঘ ৪ বছরের সফটওয়্যার সাপোর্ট। ফলে বাজেট ফোন হলেও এটি দীর্ঘ সময় ব্যবহারযোগ্য হয়ে উঠবে।

ডিসপ্লে ও ডিজাইন

ফোনটিতে দেওয়া হয়েছে একটি বড় ৬.৭৪-ইঞ্চির ডিসপ্লে। স্ক্রিনটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় আরও স্মুথ অভিজ্ঞতা দেয়। মাত্র ৮.০ মিলিমিটার পুরুত্বের কারণে ফোনটি হালকা ও স্টাইলিশ লুক প্রদান করে। এছাড়াও এতে থাকছে সর্বশেষ কানেক্টিভিটি ফিচার সহ ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি M06 5G-তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এর মধ্যে প্রধান সেন্সর হলো ৫০ মেগাপিক্সেল, সঙ্গে আছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বাজেট রেঞ্জে এই ক্যামেরা পারফরম্যান্স নিঃসন্দেহে ব্যবহারকারীদের সন্তুষ্ট করবে।

স্যামসাং গ্যালাক্সি M06 5G ফোনে থাকছে একটি ৫০০০mAh ব্যাটারি, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম। দ্রুত চার্জিংয়ের জন্য ফোনে দেওয়া হয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে ব্যাটারি দ্রুত চার্জ হয়ে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হবে।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে মাত্র ৭,৪৯৯ টাকায় এত শক্তিশালী ফিচার, ৫জি কানেক্টিভিটি এবং ৪ বছরের আপডেট সুবিধা — সব মিলিয়ে Samsung Galaxy M06 5G নিঃসন্দেহে ক্রেতাদের জন্য একটি সেরা বাজেট ডিল। যারা কম দামে নির্ভরযোগ্য ও ফিচার-প্যাকড ফোন চান, তাদের জন্য এটি হয়ে উঠতে পারে আদর্শ পছন্দ।