অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে চলছে দুর্দান্ত অফার। গত বছর বাজারে আসা Samsung Galaxy A55 5G-এর টপ ভ্যারিয়েন্টে মিলছে বিশাল ছাড়। ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চের সময় যেখানে ছিল ৪৫,৯৯৯, সেখানে এখন পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৯৯৯ টাকায়। অর্থাৎ লঞ্চ প্রাইস থেকে সাশ্রয় হচ্ছে প্রায় ১৭,০০০ টাকা। শুধু তাই নয়, ফোনে মিলছে সর্বোচ্চ ১,৪৪৯ টাকা ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারে দাম নামিয়ে আনা সম্ভব ২৭,১৫০ টাকায়।
Samsung Galaxy A55 5G: ডিসপ্লে ও পারফরম্যান্স
স্যামসাং গ্যালাক্সি A55 5G ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে কাজ করছে Exynos 1480 চিপসেট। মাল্টিটাস্কিং কিংবা হেভি গেমিং, সব ক্ষেত্রেই ফোনটি অনায়াসে কাজ করবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি A55 5G–তে রয়েছে ত্রিমুখী রিয়ার ক্যামেরা সিস্টেম। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল সেন্সর, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যারা ছবি ও ভিডিওর মানকে অগ্রাধিকার দেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার প্যাকেজ।
ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দীর্ঘক্ষণ গেমিং, ভিডিও স্ট্রিমিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরেও ব্যাটারির ব্যাকআপ বেশ ভালো পাওয়া যাবে। দ্রুত চার্জ হওয়ার সুবিধায় ব্যবহারকারীরা অল্প সময়েই ফোন রিচার্জ করতে পারবেন।
ডিজাইনের দিক থেকেও স্যামসাং এই ফোনে দিয়েছে প্রিমিয়াম টাচ। এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফোনকে নিরাপদ রাখবে। ফোনটি এসেছে IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং সহ, অর্থাৎ ধুলো বা জল থেকে সুরক্ষা নিশ্চিত। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক OneUI 6.1–এ। এছাড়া, অডিও অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে দেওয়া হয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড সাপোর্ট।
কালার ভ্যারিয়েন্ট ও বিশেষত্ব
স্যামসাং গ্যালাক্সি A55 5G বাজারে পাওয়া যাচ্ছে দুটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে – অসাম আইসব্লু এবং অসাম নেভি। ফোনটির শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা সেটআপ, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম ডিজাইন একে অন্যদের থেকে আলাদা করেছে।
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy A55 5G এখন বাজারে অন্যতম সেরা ডিল। লঞ্চ প্রাইস থেকে ১৭,০০০ টাকা ছাড়, ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে এটি হয়ে উঠেছে আরও বেশি লাভজনক। যারা একটি শক্তিশালী, স্টাইলিশ এবং ফিচার-প্যাকড ৫জি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই সুযোগ হাতছাড়া করার মতো নয়।