ভারতে আসছে স্যামসাংয়ের সবচেয়ে সস্তার ফোন, দাম 10,000-এর কম

ভারতে আসছে স্যামসাং-এর সবচেয়ে সস্তার স্মার্টফোন Samsung Galaxy A06। ইতিমধ্যেই এটি বিয়াইএস সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। আবার ভিয়েতনামের বাজারেও সম্প্রতি লঞ্চ হয়েছে ফোনটি। এবারে এদেশেও…

Samsung-Galaxy-A06

ভারতে আসছে স্যামসাং-এর সবচেয়ে সস্তার স্মার্টফোন Samsung Galaxy A06। ইতিমধ্যেই এটি বিয়াইএস সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। আবার ভিয়েতনামের বাজারেও সম্প্রতি লঞ্চ হয়েছে ফোনটি। এবারে এদেশেও আসার পালা। চলুন এদেশে স্যামসাংয়ের আসন্ন এই এন্ট্রি লেভেল ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক। 

৯১মোবাইলস সূত্রে জানা গিয়েছে, Samsung Galaxy A06 দু’রকমের কনফিগারেশনে বিক্রি করা হয়। যথা – 4GB+64GB ও 4GB+128GB। ভারতে এগুলির দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা ও ১১,৪৯৯ টাকা ধর্য করা হতে পারে। যদিও ভারতে মডেলটির লঞ্চের দিনক্ষণ জানায়নি কোম্পানি। 

   

কী রয়েছে Samsung Galaxy A06-তে

ভিয়েতনামে সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy A06-এ রয়েছে 1600 X 720 রিজোলিউশন যুক্ত 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ এবং সেলফির জন্য একটি ওয়াটার ড্রপ নচ। Galaxy A05-এও এই একই স্ক্রিন বর্তমান। 

মুখে বলেই বুক করুন রেলের টিকিট, সহজে পেমেন্ট করতে নয়া উদ্যোগ নিল IRCTC

MediaTek Helio G85 SoC চিপসেট দ্বারা চালিত Samsung Galaxy A06-এ 50MP + 2MP ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP শ্যুটার বর্তমান। এছাড়া উপস্থিত একটি 5,000 এমএএইচ ব্যাটারি ও 25 ওয়াট ওয়্যার্ড চার্জিং।