Saturday, December 6, 2025
HomeBusinessTechnology৬৯৯৯ টাকায় Samsung ও Motorola-র 12GB ব়্যামের ফোন! Flipkart Winter Sale-এ দুর্দান্ত...

৬৯৯৯ টাকায় Samsung ও Motorola-র 12GB ব়্যামের ফোন! Flipkart Winter Sale-এ দুর্দান্ত অফার

- Advertisement -

Flipkart Winter Sale শুরু হয়েছে এবং কম বাজেটের স্মার্টফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এসেছে দুর্দান্ত সুযোগ। এই সেলে Samsung ও Motorola–র একাধিক ফোন মাত্র 6999 টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে পাওয়া যাবে 12GB পর্যন্ত RAM, শক্তিশালী ব্যাটারি, বড় ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা—সবই। সঙ্গে থাকছে ব্যাংক ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস ও EMI সুবিধা। মনে রাখতে হবে, এক্সচেঞ্জ বোনাস নির্ভর করবে পুরোনো ফোনের ব্র্যান্ড, কন্ডিশন ও কোম্পানির নীতির উপর।

Advertisements

Samsung Galaxy F07

6999 টাকায় দারুণ বাজেট স্মার্টফোন Flipkart Sale-এ Samsung Galaxy F07 ফোনটির 4GB RAM ও 64GB ইন্টার্নাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র 6999 টাকায়। সঙ্গে মিলছে 5% ক্যাশব্যাক অফার এবং এক্সচেঞ্জ বোনাসে আরও কম দামে ফোনটি কেনা সম্ভব। EMI সুবিধাও উপলব্ধ। ফোনটিতে রয়েছে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে, যা মিডিয়া কনজাম্পশনে ভালো অভিজ্ঞতা দেবে। পারফরম্যান্সের জন্য রয়েছে Helio G99 প্রসেসর। ক্যামেরা সেকশনে রয়েছে 50MP মেইন ক্যামেরা, আর সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম। Samsung এই মডেলের জন্য দিচ্ছে 6 বার OS আপগ্রেড ও নিয়মিত সিকিউরিটি আপডেট, যা বাজেট রেঞ্জে অন্যতম বড় সুবিধা।

   

Motorola G05

মাত্র 6999 টাকায় 12GB RAM পর্যন্ত সুবিধা Motorola G05 ফোনটিও সেলে 6999 টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট অফার করা হচ্ছে। কিন্তু ফোনটির বিশেষত্ব হল RAM Boost ফিচার, যার মাধ্যমে ব়্য়াম বাড়িয়ে 12GB পর্যন্ত ব্যবহার করা যাবে, যা এই দামে বিরল সুবিধা। সঙ্গে থাকছে 5% ব্যাংক ডিসকাউন্ট ও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। EMI সুবিধাও রয়েছে। ফোনটিতে রয়েছে 6.67-ইঞ্চির বড় ডিসপ্লে, যা গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করে। পারফরম্যান্সের জন্য রয়েছে MediaTek Helio G81 Extreme চিপসেট।

ডিজাইনের ক্ষেত্রে Motorola ব্যবহার করেছে প্রিমিয়াম Vegan Leather ফিনিশ, যা ফোনটিকে দারুণ লুক দেয়। ক্যামেরায় রয়েছে 50MP মেইন সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি 5100mAh, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে। অতিরিক্ত হিসেবে রয়েছে ডুয়াল স্পিকার ও Dolby Atmos সাপোর্ট, যা অডিও কোয়ালিটিকে আরও সমৃদ্ধ করে।

কম বাজেটে প্রিমিয়াম ফিচারের সুযোগ Winter Sale-এ মাত্র 6999 টাকায় Samsung ও Motorola–র এই ফিচার-প্যাকড ফোন দুটি সত্যিই দারুণ ভ্যালু অফার করছে। বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা, আর আপগ্রেড সুবিধাসহ এই ফোনগুলি কম বাজেটের ইউজারদের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে। Flipkart Winter Sale শেষ হওয়ার আগেই কিনলে অফার হাতছাড়া হওয়ার সুযোগ নেই।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular