পুজোর পরেই বাজার কাঁপাতে আসছে “সস্তার” বাইক রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০

বাজারে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) নতুন কোন মোটরসাইকেল আসছে মানেই, তা অসংখ্য অনুরাগীর রাতের ঘুম কাড়বে বলা যায়। তাও যদি হয় সস্তার মডেল, তবে তো…

Royal-Enfield-Bullet

বাজারে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) নতুন কোন মোটরসাইকেল আসছে মানেই, তা অসংখ্য অনুরাগীর রাতের ঘুম কাড়বে বলা যায়। তাও যদি হয় সস্তার মডেল, তবে তো কথাই নেই। মনের নানান জিজ্ঞাসা নিয়ে শোরুমগুলিতে লম্বা লাইনে শামিল হবেন শয়ে শয়ে ক্রেতা। এবার এমনই ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতবর্ষ। কেন শুনবেন? আসলে এবারে বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ (Royal Enfield Bullet 650)। আকর্ষণের বিষয়, এটি নাকি সবচেয়ে সস্তার ৬৫০ সিসি বাইক হিসেবে আত্মপ্রকাশ করবে। বিশেষজ্ঞদের মতে, এই মোটরবাইক বাজারে আলোড়ন ফেলে দিতে পারে। সম্প্রতি ভারতে বুলেট ৬৫০ নামের জন্য রয়্যাল এনফিল্ডের ট্রেডমার্ক দায়ের, সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি দিয়েছে।

আপনার এই ভুলের কারণে হতে পারে এসির গ্যাস লিকেজ, বিরত থাকুন এই ভুল থেকে

   

জানিয়ে রাখি, ইদানিং ভারতের মোটরসাইকেলের বাজারে ৬৫০ সিসি বাইক কেনার হিরিক বৃদ্ধি পেয়েছে। আর এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে নারাজ ভারতের প্রিমিয়াম বাইকের অন্যতম জনপ্রিয় নির্মাতা রয়্যাল এনফিল্ড। সূত্র মারফৎ জানা গেছে, “বুলেট ৬৫০ টুইন” (Bullet 650 Twin) নামের ট্রেডমার্ক দায়ের করেছে কোম্পানি। এটি নাকি দেশের সবচেয়ে সস্তার ৬৫০ সিসি বাইক হিসেবে আসবে। এই খবর ক্রেতামহলে রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। 

জানা গেছে, রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ সংস্থার পোর্টফোলিও’তে আসন্ন ক্লাসিক ৬৫০ টুইন-এর (Royal Enfield Classic 650 Twin) নিচে স্থান পাবে। উল্লেখ্য, ক্লাসিক ৬৫০ টুইন নামের জন্যও সম্প্রতি ট্রেডমার্ক ফাইল করেছে সংস্থা। র‍্যায়াল এনফিল্ড বুলেট ৬৫০-এর লঞ্চের সময়কাল সম্পর্কে মুখ খোলেনি কোম্পানি। তবে আশা করা হচ্ছে, এ বছরের শেষের দিকে বাজারে পা রাখতে পারে এই বাইক। চলুন বুলেট ৬৫০ সম্পর্কে বিশদ তথ্য জেনে নেওয়া যাক।

র‍্যায়াল এনফিল্ড বুলেট ৬৫০ : খুঁটিনাটি

জানা গেছে, র‍্যায়াল এনফিল্ড বুলেট ৬৫০-এ সদ্য লঞ্চ হওয়া Shotgun 650-এর প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। যদিও সস্তার মডেল হিসেবে আনার জন্য এতে বেশকিছু বদল ঘটানো হতে পারে। অনুমান করা হচ্ছে, এই বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার শক অ্যাবজর্বারের দেখা মিলবে। 

ডিজাইন হিসেবে থাকতে পারে, এলইডি হেডলাইট ইউনিট, যা সম্প্রতি র‍্যায়াল এনফিল্ডের মোটরসাইকেলগুলিতে দেখা যায়। এছাড়া থাকতে পারে, হেডল্যাম্পের চতুর্দিকে কম্প্যাক্ট কাউল ও হ্যালোজেন পাইলট লাইট। আবার থাকতে পারে, অরেঞ্জ লেন্স সহ স্ট্যান্ডার্ড হ্যালোজেন বাল্ব। এতে দেওয়া হতে পারে স্পোয়া রিম ও টিউব টায়ার। এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হতে পারে, ৬৪৮ সিসি এয়ার-অয়েল কুল্ড প্যারালাল-টুইন ইঞ্জিন। নতুন এগজস্ট সহ হাজির হবে বুলেট ৬৫০।