কাজের পাহাড় প্রমাণ চাপ, ভয়ঙ্কর পরিনতি, অবসাদে আত্মঘাতী রোবট!

সিওলঃ   কাজের চাপে অনেক সময়ই হতাশা দেখা দেয় অনেকের মধ্যে। কেউ কেউ অতিরিক্ত চাপের ফলে মানসিক কষ্টেও ভোগেন।  আর তার ফলে জন্ম নেয় অবসাদ। সেই…

রোবট

সিওলঃ   কাজের চাপে অনেক সময়ই হতাশা দেখা দেয় অনেকের মধ্যে। কেউ কেউ অতিরিক্ত চাপের ফলে মানসিক কষ্টেও ভোগেন।  আর তার ফলে জন্ম নেয় অবসাদ। সেই অবসাদ থেকেই আত্মহননের পথ বেছে নেন অনেকে। কিন্তু এবার কাজের চাপ সামলাতে না পেরে  আত্মহত্যা করে বসল রোবট।  ঘটনাটি দক্ষিণ কোরিয়ার। শুনতে আশ্চর্য লাগলেও এটাই বাস্তব! 

ব্রিটেনে মন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ, উচ্ছসিত মাসি হাসিনা

   

দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল ২৬ জুন ঘোষণা করে যে, রোবটটি সাড়ে ছয় ফুট সিঁড়ি দিয়ে নিচে লাফিয়ে পড়ার পর তাদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রোবটটি সম্ভবত ‘মৃত’ অবস্থায় পড়ে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানিয়েছে, রোবটটির মৃত্যু আসলে আত্মহত্যার শামিল কিনা তা নিয়ে ধারণা করছে সিটি কাউন্সিল।

ফের রেকর্ডের দোরগোরায় কমলা হ্যারিস! মার্কিন ভোট নিয়ে তেতে ভারতীয়রা

প্রশ্নে থাকা রোবটটি ২০২৩ সালের অগস্ট মাসে সিটি কাউন্সিল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছিল এবং লিফট কল করে নিজেরাই ফ্লোরের মধ্যে চলাচল করতে পারে। রোবটের আত্মহত্যার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর এই ঘটনাটি কে কেন্দ্র করে রীতিমতো সরল পড়ে যায় সেই দেশে।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্টর্মার এই বিখ্যাত ফুটবল ক্লাবের অন্ধভক্ত!

জানা গিয়েছে প্রতিদিন গড়ে ৯ ঘন্টা করে কাজ করতো এই রোবটটি। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রোজ কাজ করত সে। ওই সংস্থার আধিকারিকদের দাবি যথেষ্ট পরিশ্রমী ছিল এই রোবটটি। 

এই ঘটনার সামনে আসতেই নড়ে চড়ে বসেছেন গবেষকেরা। রোবটটির যন্ত্রাংশ সংগ্রহ করে শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। আগামী দিনে আরও ত্রুটিপূর্ণ রোবট কিভাবে তৈরি করা যায় তা নিয়ে শুরু হয়েছে প্রচেষ্টা। বিজ্ঞানীদের আশা বর্তমান পরিস্থিতিতে সমস্ত প্রতিবন্ধকতা যাতে কাটিয়ে উঠতে পারে সেই ধরনের উন্নতমানের রোবট তৈরিতে মনোনিবেশ করবেন তাঁরা।