Jio এর ধামাকা অফার, এই প্ল্যানে পেয়ে যান OTT সাবস্ক্রিপশন এবং আনলিমিটেড ডেটা

মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থা রিলায়েন্স (Reliance) জিও এবার ব্যবহারকারীদের অবাক করে দিচ্ছে। এই সিরিজে, কোম্পানি একটি নয়, দুটি নতুন প্ল্যান ওটিটি নিয়ে এসেছে। কোম্পানির…

jio-digital-1

মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থা রিলায়েন্স (Reliance) জিও এবার ব্যবহারকারীদের অবাক করে দিচ্ছে। এই সিরিজে, কোম্পানি একটি নয়, দুটি নতুন প্ল্যান ওটিটি নিয়ে এসেছে। কোম্পানির দেওয়া প্ল্যানগুলির মধ্যে রয়েছে 949 টাকা এবং 1049 টাকার রিচার্জ। এই প্রিপেইড প্ল্যানগুলিতে থাকছে সাবস্ক্রিপশন সহ OTT অ্যাপ বিনামূল্যে কলিং এবং এসএমএস।

আকর্ষণীয় গেমিং ট্যাবলেট লঞ্চ করল Lenovo, সঙ্গে থাকছে ব্যাংক অফার

   

Jio-এর 949 টাকার প্রিপেড প্ল্যানঃ-
Jio-এর 949 টাকার প্রিপেড প্ল্যানটি বৈধ থাকবে 84 দিন। একই সঙ্গে, এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ডেটা পাবেন। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100টি SMS/দিনের সুবিধাও রয়েছে। এছাড়াও, এই প্ল্যানে ডিজনি+ হটস্টার মোবাইল রয়েছে 90 দিনের জন্য। আবার প্ল্যানটি ব্যবহারকারীদের 5G-র সুবিধা দিয়ে থাকে।

Jio-এর 1049 টাকার প্রিপেড প্ল্যানঃ-
Jio-এর এই লেটেস্ট প্ল্যানে, 2GB দৈনিক ডেটা 84 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100টি SMS প্রত্যেক দিন পাওয়া যাবে। OTT সুবিধার মধ্যে রয়েছে SonyLIV, ZEE5, JioTV যা মোবাইল অ্যাপে পাওয়া যাবে। এই প্ল্যানেও থাকছে আনলিমিটেড 5G অফার।

সম্প্রতি বন্ধ হওয়া Jio-এর রিচার্জ প্ল্যানঃ-
1) Jio-এর 149 টাকার প্ল্যান: এই প্ল্যানের দাম ছিল 149 টাকা। এই প্রিপেড রিচার্জে 14 দিনের জন্য মোট 14GB ডেটা পাওয়া যেত। যেখানে প্রতিদিন 1 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হত। এছাড়া প্ল্যানের সাথে, Jio যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও দিয়েছে।

50GB ফ্রি ইন্টারনেট সহ দুর্দান্ত ফোন পেয়ে যান 5,999 টাকায়

2) Jio-এর 179 টাকার প্ল্যান: Jio-এর 1 GB দৈনিক ডেটা প্ল্যানের দ্বিতীয় বিকল্প ছিল 179 টাকার প্ল্যান। এই প্ল্যানের বৈধতা ছিল 18 দিন অর্থাৎ আপনি 18 দিনে 18 জিবি ডেটা পেতেন। এর সাথে আনলিমিটেড কলিং এবং 100 টি এসএমএসও দেওয়া হত। সেই সঙ্গে দেওয়া হত Jio অ্যাপের সুবিধা।