HomeBharatওয়েনাডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা, বড় সিদ্ধান্ত নিল Jio

ওয়েনাডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা, বড় সিদ্ধান্ত নিল Jio

- Advertisement -

কেরলের ওয়েনাডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। ভূমিধসের জেরে এত পরিমাণ মানুষের প্রাণহানি হবে সেটা হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি। কেরলের ওয়ানাড জেলায় প্রবল বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এই দুর্যোগে এখনও পর্যন্ত ২২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এসবের মাঝেই বড় পদক্ষেপ নিল জিও (Jio)।

ওয়েনাডের এমন বিপদের দিনে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। কেরলের এহেন দুর্যোগের সময় সংস্থার তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া যারপরে সমগ্র দেশবাসী ধন্য ধন্য করছেন। জিও নিজেদের নেটওয়ার্কের পরিধি বাড়িয়েছে। জিও জানিয়েছে, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে এবং এই সময়ে নির্ভরযোগ্য সংযোগের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা স্বীকার করে, জিও ক্ষতিগ্রস্থ অঞ্চলে আরও সহায়তা প্রদানের জন্য একটি দ্বিতীয় ডেডিকেটেড টাওয়ারও স্থাপন করেছে।

   

অমিত শাহ’কে ঘুরিয়ে মিথ্যাবাদী বললেন কেরলের মন্ত্রী, সাফ দাবি- ওয়ানাডে ভূমিধসে সতর্ক করা হয়নি

ভূমিধসের কবলে পড়ে ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক গাছ উপড়ে গেছে এবং নদী উপচে পড়েছে। নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। মুন্ডাক্কাই থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পোথুকাল্লুর চালিয়ার নদীর তীরে বসবাসকারী বাসিন্দারা মঙ্গলবার জলে বেশ কয়েকটি মৃতদেহ এবং দেহাংশ ভাসতে দেখেন। পুলিশ, দমকল বাহিনী এবং এনডিআরএফের সহায়তায় নদীর বিভিন্ন অংশ থেকে প্রায় ৫১ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ২৫টি মৃতদেহ কেবল দেহের অংশ ছিল।

কেন্দ্রীয় জল কমিশন কাবানি, কাদালুন্ডি, ভরতপুঝা, পুলানথোডু, গায়ত্রী, কেইচেরি, কারুভান্নুর এবং থোডুপুড়া সহ আটটি নদীর জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে। কমিশন জানিয়েছে, সব নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular