ভারতে আসছে Redmi Note 15 সিরিজ, প্রকাশ লঞ্চ টাইমলাইন

Redmi Note 15 Series Set to Launch in India

ভারতে শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Note 15 Series, যা ইতিমধ্যেই চীনে বছর শুরুর দিকে আত্মপ্রকাশ করেছিল। নতুন রিপোর্ট অনুযায়ী, Xiaomi-র এই জনপ্রিয় লাইনআপ ডিসেম্বরেই ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। সিরিজে থাকতে পারে দুটি মডেল— Redmi Note 15 Pro+ এবং Redmi Note 15 Pro। একই সঙ্গে ভারতের জন্য Redmi 15C-এর লঞ্চ টাইমলাইনও সামনে এসেছে, যা এই মাসের শেষেই বাজারে আসতে পারে। এসব তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই স্মার্টফোন প্রেমীদের মধ্যে উৎসাহ বেড়েছে কয়েকগুণ।

Advertisements

ভারতে কবে লঞ্চ হবে Redmi Note 15 Series?

টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন যে Redmi Note 15 সিরিজ ডিসেম্বর মাসেই ভারতে লঞ্চ হবে। লঞ্চের পর প্রথম সেল শুরু হতে পারে 9 January 2026 থেকে। দাম নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ধারণা করা হচ্ছে Redmi Note 15 Pro+ এবং Redmi Note 15 Pro মডেলের দাম পূর্ববর্তী মডেলের মতোই থাকতে পারে, ফলে 15 সিরিজের মূল্য বাজার প্রতিযোগিতায় বেশ আকর্ষণীয় হবে।

   

উল্লেখ্য, Redmi Note 14 Pro+ 5G-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 29999 টাকা এবং Redmi Note 14 Pro 5G-এর একই কনফিগারেশনের দাম ছিল 23999 টাকা। নতুন মডেলগুলিতে চীনা ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা আলাদা ক্যামেরা সেটআপ থাকবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

চীনা ভ্যারিয়েন্টের তুলনায় কী পরিবর্তন আসতে পারে?

রিপোর্ট বলছে, ভারতের Note 15 সিরিজে ক্যামেরা টিউনিং ও সেন্সরে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। চীনে লঞ্চ হওয়া মডেলগুলির ডিজাইন বজায় থাকলেও ভারতীয় ভ্যারিয়েন্টে লোকাল মার্কেটের পছন্দ অনুযায়ী কিছু কাস্টমাইজেশন থাকতে পারে। তবে প্রসেসর, ব্যাটারি ও ডিসপ্লের মতো মূল স্পেসিফিকেশন অধিকাংশ ক্ষেত্রে একই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisements

ভারতে কবে আসছে Redmi 15C?

Redmi 15C-এর ভারতীয় লঞ্চ টাইমলাইনও টিপস্টারের মাধ্যমে জানা গেছে। তিনি জানিয়েছেন যে ফোনটি এই মাসের শেষেই ভারতীয় বাজারে প্রবেশ করতে চলেছে। ফোনটি চীনে September মাসে লঞ্চ হয়েছিল। তবে ভারতীয় বাজারে কোন ভ্যারিয়েন্ট আসবে— 4G না 5G— তা এখনও স্পষ্ট নয়। কারণ দু’টি ভ্যারিয়েন্টই বিভিন্ন দেশে ভিন্ন স্পেসিফিকেশন নিয়ে উপলব্ধ।

Redmi 15C 5G ভার্সনে রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট, আর Redmi 15C 4G মডেলে রয়েছে MediaTek Helio G81-Ultra প্রসেসর। দুই ভ্যারিয়েন্টেই রয়েছে IP64 রেটিং, যা ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স নিশ্চিত করে। এছাড়া দুই মডেলেই থাকবে 6000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে— ভারী ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ সুবিধা।

Redmi Note 15 Series এবং Redmi 15C— উভয়ই ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন উত্তেজনা তৈরি করতে চলেছে। ডিসেম্বর এবং বছরের শেষে লঞ্চ হওয়া এই ফোনগুলো মিড-রেঞ্জ সেগমেন্টে আরও প্রতিযোগিতা বাড়াবে। যারা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য আসন্ন সপ্তাহগুলো সত্যিই গুরুত্বপূর্ণ হতে চলেছে।