Redmi 15C 5G লঞ্চ হল, রয়েছে ৫০MP ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারি

বাজেট-বান্ধব স্মার্টফোন সেগমেন্টে আবারও নতুন সংযোজন করল রেডমি। সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Redmi 15C 5G। এই ফোনে মিলছে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং…

Redmi 15C Launched

বাজেট-বান্ধব স্মার্টফোন সেগমেন্টে আবারও নতুন সংযোজন করল রেডমি। সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Redmi 15C 5G। এই ফোনে মিলছে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি, আকর্ষণীয় ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর। যারা কম দামে প্রিমিয়াম ফিচার চান, তাদের জন্য রেডমি ১৫সি হয়ে উঠতে পারে দারুণ একটি অপশন।

Advertisements

Redmi 15C 5G: গ্লোবাল লঞ্চ ও ভারতীয় বাজারে আসার সম্ভাবনা

রেডমি ১৫সি ৫জি ফোনটি গ্লোবালি লঞ্চ হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। যদিও ভারতের বাজারে কবে লঞ্চ হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২০২৬ সালের জানুয়ারির শুরুতেই ফোনটি ভারতে আত্মপ্রকাশ করতে পারে। দাম নিয়েও এখনও অফিসিয়াল কিছু ঘোষণা আসেনি, তবে গ্লোবাল প্রাইসের ভিত্তিতে অনুমান করা হচ্ছে এর বেস ভ্যারিয়েন্ট (৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ) ভারতে প্রায় ১২,৯৯০ টাকায় পাওয়া যেতে পারে। অন্যদিকে, উচ্চ ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় ১৯,৫০০ টাকা।

   

বড় ডিসপ্লে ও আকর্ষণীয় ডিজাইন

রেডমি ১৫সি ৫জি ফোনে রয়েছে একটি বিশাল ৬.৯-ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। এতে দেওয়া হয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা গেম খেলার সময় আরও স্মুথ অভিজ্ঞতা দেয়। ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং, অর্থাৎ এটি ধুলো এবং পানির ছিটে প্রতিরোধ করতে সক্ষম।

ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, যা দৈনন্দিন ব্যবহার তো বটেই, ভারী গেমিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেয়। কল অফ ডিউটি বা বিগিএমআই-এর মতো গেম খেললেও ফোনে ল্যাগ বা ফ্রেম ড্রপ হয় না। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক হাইপারওএস ২।

ব্যাটারি সেকশনে ফোনটিতে থাকছে বিশাল ৬০০০mAh ব্যাটারি প্যাক, যা একবার চার্জে সহজেই প্রায় ২ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। দ্রুত চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যা অল্প সময়েই ব্যাটারি ফুল চার্জ করে ফেলে। স্টোরেজের দিক থেকে ফোনটি পাওয়া যাবে ৪ জিবি ও ৬ জিবি র‌্যামের সঙ্গে এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ অপশনে।

ক্যামেরা সেটআপ ও কালার অপশন

রেডমি ১৫সি ৫জি ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি সেন্সর হল ৫০ মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার সহ), যা দুর্দান্ত ডিটেইলড ছবি তুলতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

রঙের দিক থেকেও ফোনটি বেশ বৈচিত্র্যপূর্ণ। এটি পাওয়া যাবে ডাস্ক পার্পল, মিডনাইট ব্ল্যাক এবং মিন্ট গ্রিন কালার ভ্যারিয়েন্টে। ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন পছন্দের শেড।

Redmi 15C 5G নিঃসন্দেহে বাজেট সেগমেন্টে একটি অলরাউন্ডার স্মার্টফোন হতে চলেছে। শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং সাপোর্ট, উন্নত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হলে তরুণ প্রজন্মের কাছে দারুণ সাড়া ফেলবে বলেই আশা করা যায়।