HomeBusinessTechnologyঅপেক্ষার অবসান! Realme আনছে 10,000mAh ব্যাটারির ফোন, লঞ্চ কবে দেখুন

অপেক্ষার অবসান! Realme আনছে 10,000mAh ব্যাটারির ফোন, লঞ্চ কবে দেখুন

- Advertisement -

স্মার্টফোন বাজারে আলোড়ন জাগাতে প্রস্তুত Realme। সংস্থা এ বছরের শুরুতে 10,000mAh ব্যাটারি-সহ একটি কনসেপ্ট ফোন প্রদর্শন করেছিল। এবার রিয়েলমি ঘোষণা করেছে, এর থেকেও বড় ব্যাটারির একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। যদিও এখনও পর্যন্ত মডেলের নাম প্রকাশ করা হয়নি, তবে কোম্পানির ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, ফোনটি উন্নত ওয়্যার্ড চার্জিং স্পিড সমর্থন করবে।

Realme-র বড় ব্যাটারির ফোন ২৭ অগস্ট লঞ্চ

এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে রিয়েলমি জানিয়েছে, তারা ২৭ অগস্ট একটি নতুন ফোন লঞ্চ করবে, যার ব্যাটারি হবে “১x০০০mAh”। এখানে “x”-এর অর্থ স্পষ্ট না হলেও ধরে নেওয়া হচ্ছে ব্যাটারি ক্ষমতা অন্তত ১০,০০০mAh বা তার থেকেও বেশি হতে চলেছে। অর্থাৎ, এটি হতে পারে স্মার্টফোন ইন্ডাস্ট্রির অন্যতম বড় ব্যাটারি।

   

Aadhaar Card ছাড়া মিলবে না সুপার-ফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট, জানুন বিশদে

বড় ব্যাটারি, নেক্সট-জেন চার্জিং

কোম্পানির আরেকটি পোস্টে লেখা হয়েছে—“৩২০ ওয়াট ফাস্ট চার্জিং থেকে শুরু করে ১০,০০০mAh ব্যাটারি পর্যন্ত… এবার কি আসছে?”। এই টিজার থেকেই বোঝা যাচ্ছে, আসন্ন রিয়েলমি ফোনে ব্যাটারির পাশাপাশি চার্জিং টেকনোলজিতেও থাকবে বড় পরিবর্তন। অর্থাৎ, নতুন ফোনটিতে দেখা মিলতে পারে নেক্সট-জেনারেশন ব্যাটারি ও চার্জিং সলিউশন।

উল্লেখ্য, এ বছরের এপ্রিল মাসে চীনে লঞ্চ হয়েছিল Realme GT 7 সিরিজ, যেখানে ব্যবহৃত হয়েছিল ৭,২০০mAh ব্যাটারি। ভারতীয় ভ্যারিয়েন্টে এই ক্যাপাসিটি সামান্য কমিয়ে ৭,০০০mAh করা হয়েছিল। অন্যদিকে, গত মে মাসে রিয়েলমি (Realme) প্রকাশ করেছিল ১০,০০০mAh ব্যাটারি ও ৩২০W ফাস্ট চার্জিং-সমৃদ্ধ Realme GT কনসেপ্ট ফোন। সেই কনসেপ্ট ডিভাইস ছিল মাত্র ৮.৫ মিমি পাতলা, ওজনও প্রায় ২০০ গ্রাম। ফোনটিতে দেওয়া হয়েছিল সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল এবং বিশেষ ‘মিনি ডায়মন্ড’ আর্কিটেকচার, যা বড় ব্যাটারিকে ফিট করাতে অভ্যন্তরীণ লেআউট নতুনভাবে সাজিয়েছিল।

সবমিলিয়ে, নতুন রিয়েলমি ফোন হতে চলেছে এক অনন্য উদাহরণ—যেখানে থাকবে স্মার্টফোন বাজারের অন্যতম সবচেয়ে বড় ব্যাটারি এবং দ্রুততম চার্জিং টেকনোলজি। লঞ্চ ইভেন্টে ঠিক কী নাম ও কী স্পেসিফিকেশন পাওয়া যাবে, সেটি জানতে এখন নজর রাখতে হবে রিয়েলমির অফিশিয়াল আপডেটের দিকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular