Realme P4x 5G ভারতে লঞ্চ হল, আকর্ষণীয় দামে মিলবে 7,000mAh ব্যাটারি

Realme P4x 5G Launched

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে আরও এক নতুন সদস্য লঞ্চ করল রিয়েলমি। কোম্পানি লঞ্চ করল নতুন Realme P4x 5G। এই ফোনের বড় আকর্ষণ হচ্ছে 7,000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং, 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা পারফরম্যান্স। মাঝারি বাজেটে শক্তিশালী একটি অলরাউন্ডার ফোন আনার লক্ষ্যেই এই লঞ্চ।

Advertisements

এই স্মার্টফোনটি বাজারে এসেছে ম্যাট সিলভার, এলিগ্যান্ট পিঙ্ক ও লেক গ্রিন — এই তিনটি আকর্ষণীয় রঙে।

   

ফোনটির দাম ভারতে শুরু হয়েছে 15,499 টাকা থেকে।

  • 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট: 15,499 টাকা
  • 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ: 16,999 টাকা
  • 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ: 17,999 টাকা

লঞ্চ অফারে 13,499 টাকাতেও পাওয়া যাবে বেস ভ্যারিয়েন্টটি। 12 ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমির অনলাইন স্টোরে বিক্রি শুরু হবে।

Realme P4x 5G: ডিসপ্লে ও সফটওয়্যার

ফোনটিতে রয়েছে 6.72 inch ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144 হার্জ। স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা 1,000 নিটস পর্যন্ত, ফলে রোদেও ভালো দেখা যাবে। ডিভাইসটি চলে রিয়েলমি ইউআই 6.0-এ।

এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা চিপসেট, যা 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এতে সর্বোচ্চ 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে আরও 18 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট, যা পারফরম্যান্স আরও বাড়িয়ে দেবে।

ক্যামেরা

পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ—

  • 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা
  • 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর
  • সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি —

  • 7,000mAh ব্যাটারি
  • 45W ফাস্ট চার্জিং

বাইপাস চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা

ফোনটিতে রয়েছে আইপি 64 রেটিং (ধুলো ও জল ছিটে পড়া থেকে সুরক্ষা)। ওভারহিটিং ঠেকাতে এতে বড় 5300mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি সবই রয়েছে। সাউন্ডের জন্য ডুয়েল স্পিকারও দেওয়া হয়েছে। ওজন 208 গ্রাম এবং পুরুত্ব মাত্র 8.39 মিলিমিটার।

সব মিলিয়ে, Realme P4x 5G এমন একটি স্মার্টফোন যেখানে বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, উন্নত ডিসপ্লে ও ভালো ক্যামেরা একসঙ্গে পাওয়া যাবে। যারা দীর্ঘক্ষণ ব্যবহারযোগ্য, ফাস্ট নেটওয়ার্ক ও শক্তিশালী পারফরম্যান্স চান — তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দগুলির একটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements