ভারতে Realme P4 5G-এর বিক্রি শুরু হল, রয়েছে 7000mAh ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লে

ভারতের স্মার্টফোন বাজারে মধ্যম বাজেটের সেগমেন্টে আরও প্রতিযোগিতা বাড়াতে আজ থেকে শুরু হল Realme P4 5G-এর প্রথম সেল। ফ্লিপকার্টে দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হয়েছে…

Realme P4 5G Sale Begins in India

ভারতের স্মার্টফোন বাজারে মধ্যম বাজেটের সেগমেন্টে আরও প্রতিযোগিতা বাড়াতে আজ থেকে শুরু হল Realme P4 5G-এর প্রথম সেল। ফ্লিপকার্টে দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হয়েছে ফোনটির, যা গত সপ্তাহে Realme তাদের P4 Pro মডেলের সঙ্গে লঞ্চ করেছিল। যেখানে Pro ভ্যারিয়েন্টের সেল ২৭শে আগস্ট থেকে শুরু হবে, সেখানে P4 5G ক্রেতাদের হাতে পৌঁছে গেল আরও আগেই। শক্তিশালী ব্যাটারি, দ্রুত রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং উন্নত প্রসেসরের কারণে এই স্মার্টফোনটি মিড-রেঞ্জ ক্রেতাদের জন্য বড়সড় আকর্ষণ হতে চলেছে।

Realme P4 5G-এর বিক্রি আজ থেকে

Realme P4 5G তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। এর ৬ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৪৯৯ টাকা। ৮ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৪৯৯ টাকা, আর টপ মডেল অর্থাৎ ৮ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে হলে খরচ হবে ২১,৪৯৯ টাকা। ফোনটি তিনটি রঙে উপলব্ধ, যথা ইঞ্জিন ব্লু, ফোর্জ রেজ এবং স্টিল গ্রে।

   

প্রথম সেলে ক্রেতাদের জন্য থাকছে একাধিক অফার। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ২,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর পাশাপাশি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ১,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। ফলে আকর্ষণীয় দামে এই নতুন ফোন হাতে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে ক্রেতাদের জন্য।

ফোনটির ডিসপ্লে সেগমেন্ট যথেষ্ট শক্তিশালী। এখানে দেওয়া হয়েছে ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 প্রসেসর এবং অতিরিক্তভাবে দেওয়া হয়েছে Hyper Vision চিপ, যা পারফরম্যান্সকে আরও কার্যকর করে তোলে। ফোনে সর্বোচ্চ ৮ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা দেওয়া হয়েছে।

Advertisements

WhatsApp-র নতুন ফিচার, এবার স্টেটাস আপডেট করা আরও মজাদার

ফটোগ্রাফির জন্য Realme P4 5G-এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তবে সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি, যেখানে দেওয়া হয়েছে ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, সঙ্গে রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে একবার চার্জ দিলেই ফোনটি দীর্ঘ সময় চলতে সক্ষম।

সব দিক বিচার করলে বলা যায়, শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে, কার্যকর প্রসেসর এবং প্রতিযোগিতামূলক দাম — এই সব মিলিয়ে Realme P4 5G নিঃসন্দেহে ভারতের মধ্যম বাজেটের স্মার্টফোন মার্কেটে গ্রাহকদের কাছে একটি বড় বিকল্প হয়ে উঠতে চলেছে।