Realme খুব শীঘ্রই তাদের Neo সিরিজে নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে। Realme Neo 7-এর উত্তরসূরি হিসেবে Realme Neo 8 আগামী মাসেই চিনে লঞ্চ হতে পারে বলে জোর চর্চা চলছে। এর মধ্যেই সামনে এল আরও বড় খবর। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি সংস্থা আনতে পারে আরেকটি নতুন ভ্যারিয়েন্ট, যার নাম Realme Neo 8 Infinite Edition। সম্প্রতি এই ফোনের রিটেল বক্সের ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা থেকে লঞ্চ টাইমলাইন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে।
Realme Neo 8 Infinite Edition আসছে
চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে Fixed Focus Digital নামের এক টিপস্টার Realme Neo 8 Infinite Edition-এর রিটেল বক্সের ছবি শেয়ার করেছেন। বক্সে ফোনের নামের পাশাপাশি দেখা যাচ্ছে Next AI লোগো, যা ইঙ্গিত দিচ্ছে যে এই স্মার্টফোনে Realme-এর AI টুলসের সাপোর্ট থাকবে। টিপস্টারের দাবি অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে চিনে এই ফোনটি লঞ্চ হতে পারে। যদিও Realme এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের বিষয়টি নিশ্চিত করেনি, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি নিয়ে আরও তথ্য প্রকাশ পেতে পারে।
দুই ডিসপ্লে ও ২০০MP ক্যামেরা সহ আসছে Oppo Find N6 ফোল্ডেবল ফোন
অন্য এক জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, Neo 8 Infinite Edition-এ দেওয়া হবে একটি কাস্টম Samsung M14 AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে সর্বোচ্চ ১৬৫Hz রিফ্রেশ রেট থাকতে পারে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি এতে থাকবে উন্নত আই প্রোটেকশন ফিচার, যা দীর্ঘ সময় ফোন ব্যবহারের সময় চোখের উপর চাপ কমাবে। লিক অনুযায়ী, এই Samsung ডিসপ্লেতে নতুন লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে আরও পরিষ্কার ভিজ্যুয়াল ও ভালো আই কমফোর্ট পাওয়া যাবে।
এর পাশাপাশি Realme আগামী মাসেই স্ট্যান্ডার্ড Realme Neo 8 মডেলটিও লঞ্চ করতে পারে। এই ফোনে থাকতে পারে Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেট, যা ৩nm প্রোসেসে তৈরি। ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির LTPS ফ্ল্যাট স্ক্রিন থাকতে পারে, যার রেজোলিউশন হবে 1.5K। ব্যাটারির দিক থেকেও এটি বেশ বড় চমক দিতে পারে বলে জানা যাচ্ছে, কারণ ফোনটিতে থাকতে পারে বিশাল ৮০০০mAh সিলিকন কার্বন ব্যাটারি।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme Neo 8-এ পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। পারফরম্যান্স আরও শক্তিশালী করতে Snapdragon 8 Gen 5 প্রসেসরের সঙ্গে জুড়ি হতে পারে LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ। চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটি ৮০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে জানা যাচ্ছে।
এছাড়াও, এই ফোনে উন্নত হ্যাপটিক অভিজ্ঞতার জন্য X-axis লিনিয়ার মোটর, দ্রুত কানেক্টিভিটির জন্য Wi-Fi 7 ও Bluetooth 5.4, এবং সুরক্ষার জন্য IP68 রেটিং সহ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, Realme Neo 8 সিরিজ এবং বিশেষ করে Realme Neo 8 Infinite Edition স্মার্টফোন বাজারে লঞ্চ হলে মিড-টু-প্রিমিয়াম সেগমেন্টে বড়সড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।
