৮০০০ এর কমে মিলছে Realme-র জনপ্রিয় এই ফোন, কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের

স্মার্টফোনের সেরা ডিল ও ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। বেস্ট অফারের আওতায় এই প্লাটফর্মে অনেক ব্র্যান্ডেড ফোন খুব সস্তায় কেনা যাবে। সেরা কিছু ডিলের কথা বলতে গেলে, গ্রাহকরা এখান থেকে রিয়েলমির দুর্দান্ত এই ফোনটি ৮০০০ টাকারও কম দামে কিনতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনটি কিভাবে ডিসকাউন্ট অফারে পাওয়া যাবে। অ্যামাজনে লাইভ হওয়া অফার পেজে জানানো হয়েছে, ‘সুপার স্ট্রাইকার’ চুক্তির আওতায় রিয়েলমি নার্জো এন৫৩ কেনা যাবে ১০,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৭,৯৯৯ টাকায়।

বিশেষ বিষয় হল, রিয়েলমির এই ফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে, যার অধীনে এতে ৭,৫০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

   

ফিচারের কথা বলতে গেলে, ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজযুক্ত Realme Narzo N53 স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং এর পিক ব্রাইটনেস ৪৫০ নিট। এই ফোনটি অক্টা-কোর ইউনিসোক চিপসেট সমর্থন করে।

রিয়েলমি নার্জোর এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক রিয়েলমিইউআই। রিয়েলমি নার্জো এন৫৩-এ রয়েছে মিনি ক্যাপসুল ফিচার। এই মিনি ক্যাপসুল ফিচারে ব্যাটারি ও ডেটা তথ্য পাওয়া যাবে।

ক্যামেরা হিসেবে রিয়েলমির এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এ ছাড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিং এর জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। পাওয়ারের জন্য ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট চার্জিং সাপোর্টসহ ৫০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, এই স্মার্টফোনগুলি ৩০ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন