HomeBusinessভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেল Realme Narzo 60 এবং 60 pro

ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেল Realme Narzo 60 এবং 60 pro

- Advertisement -

অবশেষে প্রতীক্ষার অবসান। ভারতে লঞ্চ হলো Realme Narzo 60 এবং 60 pro। বর্তমানে ভারতে যে সমস্ত সংস্থার স্মার্ট ফোন রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো চিনা এই স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। মাঝে মধ্যেই তারা প্রকাশ্যে নিয়ে আসে তাদের নিত্য নতুন স্মার্টফোন। আর এবারও ঠিক তেমনটাই করল Realme ।

বিগত কিছুদিন ধরে সংসার পক্ষ থেকে জানানো হচ্ছিল তারা নিয়ে আসতে চলেছে Realme Narzo 60 এবং 60 pro। ঠিক সেই মোতাবেক আজই লঞ্চ হয়ে গেল ভারতীয় বাজারে এই দুটি নতুন স্মার্টফোন। আপনি ইচ্ছে করলেই ভারতীয় যেকোন ই-কমার্স সাইটে কিনে নিতে পারবেন স্মার্টফোন দুটি।

   

স্মার্টফোন দুটির দাম রাখা হয়েছে ১৮০০০ টাকা থেকে শুরু করে ২২ হাজার টাকা পর্যন্ত। Realme Narzo 60 Pro ভেরি আন্টি আপনি পেয়ে যাবেন 12gb ram এবং 1tb ইন্টারনাল স্টোরেজ। ৬.৪৩ দিন ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনের সাথে আপনি পেয়ে যাবেন 5000 এম এইচ এর ব্যাটারি।

একই সাথে পেয়ে যাবেন ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে ফটো প্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে সংস্থা। সংসার পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনে থাকতে চলেছে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular