ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়ায় জায়গা করে নিতে রিয়েলমি ক্রমেই এগিয়ে যাচ্ছে। একসময় বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে ফোকাস করা এই সংস্থা এখন প্রিমিয়াম মার্কেটেও প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। সেই ধারাবাহিকতায়, সংস্থার সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ সিরিজ Realme GT 8 অক্টোবরে আত্মপ্রকাশ করতে পারে। এটি হবে রিয়েলমির ইতিহাসে সবচেয়ে উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা স্যামসাং বা শাওমির মতো ব্র্যান্ডের Ultra মডেলগুলোকেও চ্যালেঞ্জ জানাবে বলে মনে করা হচ্ছে। আসন্ন প্রিমিয়াম ফোনটির ক্যামেরা, ডিসপ্লে সহ আরও কিছু তথ্য ফাঁস হয়েছে। চলুন সেগুলি বিশদে জেনে নেওয়া যাক।
Realme GT 8: ডিসপ্লে ও প্রসেসরে বড় আপগ্রেড
লঞ্চের আগে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme GT 8 সিরিজে থাকছে 2K রেজোলিউশনের ফ্ল্যাট AMOLED ডিসপ্লে। ডিসপ্লে হবে 6.6 ইঞ্চির, সঙ্গে থাকবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসরের দিক থেকে ফোনটি চালিত হবে সর্বশেষ Snapdragon 8 Elite 2 চিপসেট দ্বারা, যা বর্তমানে অ্যান্ড্রয়েড দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর হিসেবে বিবেচিত। এর ফলে মাল্টিটাস্কিং, হাই-এন্ড গেমিং এবং ভারী অ্যাপ ব্যবহার সবকিছুতেই দারুণ অভিজ্ঞতা দেবে এই ফোন।
এই সিরিজের অন্যতম আকর্ষণ হবে ক্যামেরা। GT 8 Pro মডেলে থাকতে পারে 200 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যা স্মার্টফোন ফটোগ্রাফির মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। জানা গিয়েছে, রিয়েলমি এবার প্রথমবারের মতো একটি জনপ্রিয় আন্তর্জাতিক ক্যামেরা ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে ফটোগ্রাফি সিস্টেম উন্নত করতে। যদিও সেই ব্র্যান্ডের নাম এখনো প্রকাশ্যে আসেনি, তবে এমন সহযোগিতা রিয়েলমির জন্য নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।
ডিজাইন ও ব্যাটারি
ডিজাইনের দিক থেকে ফোনটিতে থাকবে মেটাল ফ্রেম, যা প্রিমিয়াম লুক এবং শক্তিশালী বিল্ড কোয়ালিটি প্রদান করবে। ব্যাটারির ক্ষমতাও নজরকাড়া—ফোনটিতে থাকতে পারে 7,000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারযোগ্যতা নিশ্চিত করবে। এই বিশাল ব্যাটারির সঙ্গে দ্রুত চার্জিং প্রযুক্তি যুক্ত হলে ব্যবহারকারীরা একেবারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পাবেন।
GT 8 সিরিজে দুটি মডেল লঞ্চ হতে পারে— GT 8 এবং GT 8 Pro। উভয় ফোনই অক্টোবরে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। অফিসিয়ালি যদিও সংস্থার তরফ থেকে কোনো ঘোষণা হয়নি, তবে টেক মহলে এখন থেকেই সিরিজটি নিয়ে উত্তেজনা চরমে।
Realme 15T নিয়েও হাইপ
এদিকে, রিয়েলমি ভারতে লঞ্চ করতে চলেছে আরেকটি নতুন মডেল — Realme 15T, যা সেপ্টেম্বরের 2 তারিখে আত্মপ্রকাশ করবে। ফোনটির ডিজাইন অনেকটাই আইফোন দ্বারা অনুপ্রাণিত। ন্যানো-স্কেল মাইক্রোক্রিস্টালাইন লিথোগ্রাফি প্রযুক্তিতে তৈরি টেক্সচার্ড ম্যাট ব্যাক ডিজাইনের ফলে এটি যেমন আঙুলের ছাপমুক্ত থাকবে, তেমনই হাত থেকে পিছলে পড়ার সম্ভাবনাও কমবে।
বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন! TECNO POVA Slim 5G ভারতে আসছে ৪ সেপ্টেম্বর, বিস্তারিত জানুন
Realme 15T-তে সামনে ও পিছনে দু’দিকেই 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, সঙ্গে থাকবে 7,000mAh ব্যাটারি। ফোনটি IP66, IP68 ও IP69 ট্রিপল রেটিংসহ আসবে, অর্থাৎ জল ও ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষিত। এছাড়াও ভেপার চেম্বার কুলিং সিস্টেম ফোনটিকে দীর্ঘক্ষণ হাই-পারফরম্যান্সে চালাতে সাহায্য করবে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme 15T-এর দাম শুরু হতে পারে 20,999 টাকা থেকে, যেখানে বেস মডেলে থাকবে 8GB RAM + 128GB স্টোরেজ।
প্রসঙ্গত, রিয়েলমি একদিকে Realme GT 8 সিরিজের মাধ্যমে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ বাজারে ঝড় তুলতে চলেছে, অন্যদিকে Realme 15T-এর মতো শক্তিশালী ফিচারসমৃদ্ধ মিড-রেঞ্জ ফোন এনে প্রতিযোগীদের জন্য মাথাব্যথার কারণ হতে চলেছে। অক্টোবরে লঞ্চের পর বাজারে GT 8 সিরিজ কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।