আইফোনের মতো ডিজাইন! 12GB ব়্যাম ও 7000mAh ব্যাটারি সহ আসছে Realme 15T, দাম ফাঁস

ভারতের স্মার্টফোন বাজারে এক নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি। কোম্পানির আসন্ন ফোন Realme 15T ইতিমধ্যেই চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে তার ডিজাইন ও ফিচারের জন্য।…

Realme 15T

ভারতের স্মার্টফোন বাজারে এক নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি। কোম্পানির আসন্ন ফোন Realme 15T ইতিমধ্যেই চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে তার ডিজাইন ও ফিচারের জন্য। সংস্থা এই ফোনকে সরাসরি iPhone-এর সঙ্গে তুলনা করছে। এমনকি এর স্লিম ডিজাইন ও ক্যামেরা মডিউলকে আইফোন প্রো মডেলের মতো বলে দাবি করছে।

লিক Realme 15T-এর দাম

জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের রিপোর্ট অনুযায়ী, এই ফোনের দাম ভারতের বাজারে ২০,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে। এর ৮জিবি + ১২৮জিবি বেস ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা, ৮জিবি + ২৫৬জিবি ভ্যারিয়েন্ট কেনার খরচ ২২,৯৯৯ টাকা এবং টপ-এন্ড ১২জিবি + ২৫৬জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৪,৯৯৯ টাকা। ফোনটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে আসতে চলেছে — ফ্লোয়িং সিলভার, সিল্ক ব্লু এবং সুট টাইটেনিয়াম।

   

ডিসপ্লে ও পারফরম্যান্স

Realme 15T-তে থাকছে 6.57 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যেখানে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট থাকবে। এর ফলে ব্যবহারকারীরা উজ্জ্বল রোদেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখতে পারবেন এবং স্ক্রলিং হবে একেবারে স্মুথ।

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি শক্তিশালী। এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 Max প্রসেসর, সঙ্গে থাকছে ৮জিবি ও ১২জিবি ব়্যাম-এর বিকল্প। ইন্টারনাল স্টোরেজ হিসেবে ১২৮জিবি ও ২৫৬জিবি অপশন পাওয়া যাবে।

Advertisements

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফি প্রেমীদের জন্য 15T মডেলটি বেশ চমকপ্রদ। ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা লো-লাইট কন্ডিশনেও দুর্দান্ত ছবি তুলতে সক্ষম। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে দেওয়া হয়েছে আরেকটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভ্লগিংয়ের জন্যও দারুণ সুবিধা দেবে।

Realme-এর এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর ৭০০০mAh ব্যাটারি প্যাক, যা ৮০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে মাত্র কয়েক মিনিটেই ফোন চার্জ হয়ে যাবে এবং দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। ফোনটিতে IP68/IP69 রেটিং থাকায় এটি ধুলো ও পানির বিরুদ্ধে সুরক্ষা দেবে।

সব মিলিয়ে, Realme 15T ভারতীয় স্মার্টফোন বাজারে একটি শক্তিশালী মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে হাজির হতে চলেছে। বাজেট-ফ্রেন্ডলি দামে আইফোনের মতো ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে এবং প্রিমিয়াম ফিচার দেওয়ার কারণে এটি তরুণ প্রজন্মের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠতে পারে।