এবার লাদাখের প্যাংগং লেকেও পৌঁছাল জিওর নেটওয়ার্ক

এবার লাদাখের প্যাংগং লেকেও পৌঁছে গেল জিওর নেটওয়ার্ক। জানা গিয়েছে, জিওর নেটওয়ার্ক প্যাংগং লেকের আশেপাশের গ্রামে অবধি পৌঁছে গিয়েছে।

জিও সূত্রে খবর, প্যাংগং লেকের কাছে স্প্যাংমিক গ্রামে জিও ৪জি ভয়েস ও ডেটা পরিষেবা বাড়ানো হয়েছে। জিও এই ধরনের প্রথম টেলিকম কোম্পানি, যার পরিসেবা এই এলাকায় পৌঁছেছে। এমনকি একটি জনপ্রিয় পর্যটন স্থান হওয়ার পরেও, ভয়েস এবং ডেটা সংযোগ এখনও পর্যন্ত এখানে পৌঁছায়নি। জিও মোবাইল টাওয়ার লঞ্চ করার কথা ঘোষণা করেছেন লোকসভার সদস্য জামইয়াং সেরিং নামগয়াল।

   

তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের দাবি জানিয়ে আসছিল। 
দীর্ঘ প্রতীক্ষার পর মোবাইল নেটওয়ার্ক চালু হওয়ায় অর্থনৈতিক পরিস্থিতি আরো উন্নত হবে। শুধু তাই নয়, এই নেটওয়ার্ক- এর সুযোগ নিতে পারবেন সেনা ও ট্যুরিস্টরাও।

জিও জানিয়েছে, তারা এই এলাকায় তাদের নেটওয়ার্ক প্রসারিত করা অব্যাহত রাখবে। গত মাসেও সংস্থাটি অনেক অংশে তাদের ৪জি পরিষেবা চালু করেছে। নামগিয়াল বলেন, ‘অত্যন্ত কঠিন পরিস্থিতির পরেও জিও এবং তার দল লাদাখের অনেক জায়গায় নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ‘

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন