ভারতে Poco M8 5G লঞ্চের তারিখ ঘোষিত হল, ডিজাইন ও বৈশিষ্ট্য সামনে এল

Xiaomi-এর সাব-ব্র্যান্ড Poco আগামী সপ্তাহেই ভারতে নতুন M সিরিজের স্মার্টফোন Poco M8 5G লঞ্চ করতে চলেছে। মঙ্গলবার একটি প্রেস রিলিজের মাধ্যমে সংস্থা এই ফোনের লঞ্চ…

Poco M8 5G

Xiaomi-এর সাব-ব্র্যান্ড Poco আগামী সপ্তাহেই ভারতে নতুন M সিরিজের স্মার্টফোন Poco M8 5G লঞ্চ করতে চলেছে। মঙ্গলবার একটি প্রেস রিলিজের মাধ্যমে সংস্থা এই ফোনের লঞ্চ তারিখ ঘোষণা করেছে। ইতিমধ্যেই Poco তাদের সোশ্যাল মিডিয়া পোস্টার ও Flipkart লিস্টিংয়ের মাধ্যমে ফোনটির ডিজাইন প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে স্লিম বডি ও আধুনিক লুক। সংস্থা নিশ্চিত করেছে, Poco M8 5G-এ থাকবে ৫০ মেগাপিক্সেলের AI ক্যামেরা সিস্টেম এবং ফোনটির থিকনেস হবে মাত্র ৭.৩৫ মিমি।

Advertisements

Poco জানিয়েছে, ৮ জানুয়ারি ভারতে পোকো এম৮ ৫জি লঞ্চ হবে। লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টা (IST) থেকে। ফোনটি বিক্রি হবে Flipkart-এর মাধ্যমে এবং ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্মে এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও লাইভ হয়েছে। সেখানে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ফোনটির ডুয়াল-টোন রিয়ার প্যানেল, যেখানে ম্যাট ফিনিশের সঙ্গে ভেগান লেদারের ব্যবহার করা হয়েছে।

   

Realme Neo 8 Infinite Edition-এর যাবতীয় বৈশিষ্ট্য ফাঁস! লঞ্চ কবে দেখুন

ডিজাইনের দিক থেকে Poco M8 5G বেশ হালকা ও পাতলা হতে চলেছে। ফোনটির ওজন প্রায় ১৭৮ গ্রাম, আর পুরুত্ব মাত্র ৭.৩৫ মিমি। পিছনে কেন্দ্রীয়ভাবে বসানো একটি স্কয়ার-রাউন্ডেড বা স্কুইরকল আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে দুটি ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ। Poco নিশ্চিত করেছে যে ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের AI-পাওয়ার্ড সেন্সর।

Poco M8 5G: স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, পোকো এম৮ ৫জি-কে Redmi Note 15 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে ফোনটিতে থাকতে পারে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০Hz এবং পিক ব্রাইটনেস সর্বোচ্চ ৩২০০ নিটস পর্যন্ত। স্ক্রিন সুরক্ষার জন্য থাকতে পারে Corning Gorilla Glass 7i।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকতে পারে Snapdragon 6 Gen 3 চিপসেট, যার সঙ্গে সর্বোচ্চ ৮GB RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, রিব্র্যান্ডিং হলে Redmi Note 15 5G-এর মতোই এতে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যদিও Poco ইতিমধ্যেই ৫০ মেগাপিক্সেলের AI ক্যামেরা কনফার্ম করেছে।

সম্ভাব্য দাম

ব্যাটারির দিক থেকেও ফোনটি শক্তিশালী হতে পারে। এতে থাকতে পারে ৫,৫২০mAh ব্যাটারি, যা ৪৫W ফাস্ট চার্জিং এবং ১৮W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। যদিও Poco M8 5G-এর দাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তুলনামূলকভাবে, Redmi Note 15 5G গ্লোবাল মার্কেটে প্রায় ৩০,০০০ টাকা থেকে শুরু হয়, আর ভারতে Poco M7 5G চলতি বছরের মার্চে লঞ্চ হয়েছিল ৯,৯৯৯ টাকা দামে। সব মিলিয়ে, Poco M8 5G যদি প্রতিযোগিতামূলক দামে বাজারে আসে, তাহলে মিড-রেঞ্জ 5G স্মার্টফোন সেগমেন্টে এটি বড়সড় চমক দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisements