মাত্র 10,080 টাকায় কিনুন POCO M6 Plus 5G, মিলছে 108MP ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি

দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং আকর্ষণীয় দাম — এই তিন দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হয়েছে POCO M6 Plus 5G। POCO-র এই স্মার্টফোন এখন বাজারে উল্লেখযোগ্য…

POCO M6 Plus 5G Available at Just ₹10,080

দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং আকর্ষণীয় দাম — এই তিন দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হয়েছে POCO M6 Plus 5G। POCO-র এই স্মার্টফোন এখন বাজারে উল্লেখযোগ্য ছাড়ে পাওয়া যাচ্ছে। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং আধুনিক ফিচার থাকা সত্ত্বেও ফোনটির দাম কমে এসেছে মাত্র ১০,০৮০ টাকায়।

POCO M6 Plus 5G এখন ৬,৫০০ টাকা পর্যন্ত সস্তা

POCO M6 Plus 5G প্রথম বাজারে লঞ্চ হয়েছিল ১৫,৯৯৯ টাকায়। এর উচ্চতর ভ্যারিয়েন্টের দাম ছিল ১৭,৯৯৯ টাকা। তবে বর্তমানে Flipkart এই ফোনে দিচ্ছে ৩৬ শতাংশ পর্যন্ত ছাড়, যার ফলে ফোনটির দাম এখন নেমে এসেছে ১০,০৮০ টাকায়। সবচেয়ে দামি ভ্যারিয়েন্টটির দাম এখন ১১,৪৯৯ টাকা, যার ওপর ৫% ক্যাশব্যাক ও ইএমআই অপশনও থাকছে। ইএমআই শুরু হচ্ছে মাত্র ৪০৫ টাকা মাসিক কিস্তিতে।

   

ফোনটি দুটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে—৬ জিবি ব়্যাম + ১২৮ জিবি এবং ৮ জিবি ব়্যাম + ১২৮ জিবি। এছাড়া তিনটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি — ল্যাভেন্ডার, সিলভার এবং ব্ল্যাক।

স্পোর্টি-রেট্রো লুকে ধরা দিল Triumph Thruxton 400, ভারতে লঞ্চ জোরকদমে চলছে প্রস্তুতি

POCO M6 Plus 5G ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। ফলে স্ক্রলিং এবং গেমিংয়ের অভিজ্ঞতা হবে অনেক বেশি স্মুথ। ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2 AE প্রসেসর, যা ৮GB পর্যন্ত RAM ও ১২৮GB স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে ১TB পর্যন্ত।

Advertisements

ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রধান ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির জন্য যথেষ্ট।

ফোনটিতে ৫,০৩০mAh ব্যাটারি রয়েছে, যা ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে HyperOS, যা Android 14-এর উপর ভিত্তি করে তৈরি।

কম দামে আধুনিক ফিচার, উন্নত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির সংমিশ্রণ থাকায় POCO M6 Plus 5G বর্তমানে বাজেট সেগমেন্টে অন্যতম সেরা অপশন হয়ে উঠেছে। Flipkart-এর চলমান অফার কাজে লাগিয়ে ক্রেতারা এই ফোনটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে নিজেদের করে নিতে পারেন।