Poco F8 Pro ও F8 Ultra-র ডিসপ্লে সাইজ ও কালার অপশন প্রকাশ্যে, লঞ্চ কবে?

Poco F8 Pro, Poco F8 Ultra Display Size Revealed

Xiaomi-র সাব-ব্র্যান্ড Poco আসছে 26 নভেম্বর গ্লোবালি লঞ্চ করতে চলেছে তাদের নতুন Poco F8 সিরিজ। লঞ্চের আগে কোম্পানি একের পর এক টিজার প্রকাশ করে Poco F8 Pro এবং Poco F8 Ultra-র ডিসপ্লে সাইজ, রঙের অপশন, ব্যাটারি ক্ষমতা এবং অডিও ফিচারের মতো গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। দুটি মডেলেই থাকছে Bose-টিউনড স্পিকার, বৃহৎ ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ গ্রেড Snapdragon 8 Elite সিরিজের প্রসেসর।

Advertisements

Poco F8 Pro ও Poco F8 Ultra: ডিসপ্লে সাইজ ও ডিজাইন আপডেট

কোম্পানির সর্বশেষ টিজার জানাচ্ছে, F8 Pro-তে থাকবে একটি 6.59-ইঞ্চি ডিসপ্লে, আর Poco F8 Ultra-তে দেওয়া হয়েছে বড়সড় 6.9-inch প্যানেল। রঙের দিক দিয়ে Poco F8 Ultra আসবে Black ও Denim Blue দুই শেডে। Denim Blue ভ্যারিয়েন্টে ব্যবহৃত হয়েছে থার্ড-জেন ন্যানো-টেক টেক্সচার্ড ব্যাক প্যানেল, আর Black ভ্যারিয়েন্টে রয়েছে গ্লাস ফাইবার ফিনিশ। অন্যদিকে Poco F8 Pro-কে দেখা গেছে ব্ল্যাক, সিলভার এবং ব্লু — তিনটি রঙে। এছাড়া Ultra মডেলে থাকবে 5x টেলিফটো ক্যামেরা, যা ফটোগ্রাফিতে আরও বহুমুখী সুবিধা দেবে।

   

Poco নিশ্চিত করেছে যে Poco F8 Ultra-তে থাকবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং এর সঙ্গে থাকবে VisionBoost D8 চিপ, যা AI পারফরম্যান্স আরও উন্নত করবে। Poco F8 Pro মডেলটি আসবে Snapdragon 8 Elite SoC-সহ, যা ফ্ল্যাগশিপ স্তরের গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্স দিতে সক্ষম। দুটি মডেলেই Bose টিউনড স্পিকার ব্যবহারের ফলে অডিও কোয়ালিটি হবে আরও প্রিমিয়াম।

ব্যাটারির ক্ষেত্রে Poco F8 Ultra-তে থাকবে বড়সড় 6500mAh ব্যাটারি ইউনিট, আর Poco F8 Pro-তে থাকবে 6210mAh ব্যাটারি। যদিও চার্জিং স্পিড নিয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে কোম্পানির পূর্বের রেকর্ড দেখে অনুমান করা যায় যে দ্রুত চার্জিং সুবিধা থাকবেই।

Advertisements

ক্যামেরা ও অন্যান্য ফিচার

Poco F8 Ultra ও F8 Pro—দুটি মডেলই সম্ভবত Redmi K90 Pro Max এবং Redmi K90-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে বাজারে আসছে। বিশেষ করে Ultra মডেলে প্রত্যাশিত ফিচারের মধ্যে রয়েছে 50-megapixel প্রাইমারি ক্যামেরা, 50-megapixel পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 50-megapixel আলট্রাওয়াইড ক্যামেরা। সেলফির জন্য দেওয়া হতে পারে 32-megapixel ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে থাকতে পারে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মেটাল মিডল ফ্রেম এবং IP69 রেটেড ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, যা ফোনটিকে আরও টেকসই করে তুলবে।

লঞ্চের সময়সূচি

Poco ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে Poco F8 Pro এবং Poco F8 Ultra-এর গ্লোবাল ডেবিউ হবে 26 নভেম্বর, দুপুর 1:30 মিনিট (IST) সময়, বালিতে। ক্রমাগত টিজার দেখে ধারণা করা যাচ্ছে F8 সিরিজটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে বেশ সাড়া ফেলবে। প্রসঙ্গত, নতুন সিরিজের ডিজাইন, রঙের বৈচিত্র্য, উন্নত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি ক্ষমতা মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ মার্কেটে Poco-কে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।