ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন? কেন্দ্র আনল নতুন ভার্তুকি প্রকল্প

দূষণ প্রতিহত করতে বৈদ্যুতিক যানবাহনের বিক্রি বাড়ানোয় জোর দিয়েছিল কেন্দ্র। যে কারণে এতে ভর্তুকি দেওয়া শুরু হয়েছিল। প্রথমে ফেম, পরবর্তীতে ফেম-২ এবং সবশেষে ইএমপিএস এনেছে…

PM-E-DRIVE

দূষণ প্রতিহত করতে বৈদ্যুতিক যানবাহনের বিক্রি বাড়ানোয় জোর দিয়েছিল কেন্দ্র। যে কারণে এতে ভর্তুকি দেওয়া শুরু হয়েছিল। প্রথমে ফেম, পরবর্তীতে ফেম-২ এবং সবশেষে ইএমপিএস এনেছে সরকার। আর এবারে ‘পিএম ইলেকট্রিক ড্রাইভ রেভোলিউশন’ বা পিএম –ড্রাইভ (PM E-DRIVE) আনতে চলেছে। সম্প্রতি এই প্রকল্পে ছাড়পত্র দিয়েছে ভারী শিল্প মন্ত্রক। তাই ব্যাটারি চালিত গাড়ির বিক্রি বাড়াতে আরও একবার উদ্যোগী কেন্দ্র।

জানিয়ে রাখি, এবার বাজেটে ৩,৬৭৯ কোটি টাকা ধার্য করা হয়েছে। এখন নয়া প্রকল্পের অধীনে ইলেকট্রিক টু হুইলার ও থ্রি হুইলার সহ আরও অন্যান্য গাড়িকে আনা হয়েছে। অর্থাৎ হিসেব মত মোট ২৪.৭৯ লক্ষ ইউনিট ছাড় পেতে পারে। 

   

এই প্রকল্পের আওতায় ভারী শিল্প মন্ত্রক ইভি কেনার সময় ক্রেতাদের ই-ভাউচার প্রদান করা হবে বলে জানিয়েছে। আধার অথেন্টিকেশনের মাধ্যমে ভার্তুকি পাওয়া যাবে। এসএমএস-এর মাধ্যমে পাঠানো লিঙ্কে ক্লিক করে ভাউচার ডাউনলোড করা যাবে। সেখানে স্বাক্ষর করে জমা দিলে টাকা অ্যাকাউন্টে যোগ হবে। 

Aadhaar Card নিয়ে নতুন ঘোষণা কেন্দ্রের, সাধারণের জন্য আরও একবার বাড়ানো হল সময়সীমা

ক্রেতা ও ডিলার উভয়কেই দেওয়া হবে ভার্তুকি। অন্যদিকে ৪৮,৪০০ ফাস্ট চার্জার আনার মাধ্যমে ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীদের রেঞ্জ নিয়ে দুশিন্তা দূর করার উদ্যোগ নিয়েছে পিএম –ড্রাইভ (PM E-DRIVE)। এর জন্য ২,০০০ কোটি টাকা ধার্য করা হয়েছে।