PAYTM: শেয়ার বাজারে লম্বা লাফ পেটিএমের

      আপাতত বন্ধ হচ্ছে না পেটিএম। ইউপিআই পরিষেবা চালু রাখতে পারবে এই ফিনটেক কোম্পানি। আর এই খবর ছড়িয়ে পড়তেই এক লাফে অনেকটা শেয়ার দর…

Paytm

short-samachar

 

   

আপাতত বন্ধ হচ্ছে না পেটিএম। ইউপিআই পরিষেবা চালু রাখতে পারবে এই ফিনটেক কোম্পানি। আর এই খবর ছড়িয়ে পড়তেই এক লাফে অনেকটা শেয়ার দর বাড়িয়ে নিল পেটিএম স্টকের গ্রাফ।

শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে এই স্টকের বাজারদর। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত এই স্টকের মূল্য ৩৭০.৭০। যা আগের মূল্যের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশী।

এই বছরের শুরুতেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট বাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রথম পর্যায়ে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল পরে তা বাড়িয়ে ১৫ই মার্চ করা হয়। সেই সময় এই কম্পানির বাজার দর তলানিতে এসে ঠেকে।

এই অবস্থায় থার্ড পার্টি অ্য়াপ্লিকেশন প্রোভাইডার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য আবেদন করে পেটিএম। এনসিআইপি এই আবেদনে সাড়া দিয়েছে। এনসিআইপি একটি কেন্দ্রীয় ইউপিআই নিয়ন্ত্রনকারী কেন্দ্রীয় সংস্থা। এই প্রসঙ্গে একটি বিবৃতিতে এনপিসিআই বলেছে,” ইউপিআই পরিষেবা চালিয়ে যেতে পারবে পেটিএম। তাঁদের যাবতীয় অনুমতি দেওয়া হয়েছে।”