প্যান কার্ডে নাম ভুল রয়েছে? বাড়ি বসে এক নিমেষেই সংশোধন করুন এভাবে

ভারতে বসবাসকারী মানুষের কাছে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। তবে এই প্যান কার্ড ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহৃত হয়। আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন,…

pan-card-correction

ভারতে বসবাসকারী মানুষের কাছে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। তবে এই প্যান কার্ড ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহৃত হয়। আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন, যাদের PAN কার্ডে নাম ভুল আছে। কীভাবে তা বদলাবেন, সেই নিয়ে ইতিমধ্যেই দিশ্চিন্তা গ্রাস করেছে। চিন্তা করবেন না। আজ আমরা আপনাদের বলছি কীভাবে সহজেই আপনার প্যান কার্ডে থাকা ভুল নাম পরিবর্তন করতে পারবেন।

প্যান কার্ডে নাম সংশোধন (PAN Card Update) করতে গেলে, আপনাকে প্রথমে UTIITSL-এর ওয়েবসাইটে যেতে হবে এবং প্যান কার্ড পরিষেবার অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকেই আপনি PAN-এর তথ্য পরিবর্তন ও সংশোধনের পেজ পেয়ে যাবেন। পেজটি ওপেন হওয়ার পর প্রথমে ফিজিক্যাল অপশন অথবা ডিজিটাল অপশন-এর মধ্যে আপনাকে একটি অপশন বেছে নিতে হবে। সেখান থেকে ডিজিটাল অপশনে গিয়ে নীচে আধার ভিত্তিক ই-কেওয়াইসির বক্স দেখতে পাবেন।

   

এই ৩ ভুলে নষ্ট হতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, আজই বদলান এই অভ্যাস

আপনাকে সেই বক্সে ক্লিক করতে হবে। এর পরে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর টাইপ করতে হবে এবং ফিজিক্যাল প্যান কার্ড ও ই-প্যানের মধ্যে একটি বিকল্প বেছে নিতে হবে। আবেদনপত্রে সমস্ত তথ্য পূরণ করে, অবশেষে পেমেন্ট করতে হবে। কাজটি সম্পূর্ণ হলেই আপনার মোবাইলে ই-কেওয়াইসির জন্য একটি OTP আসবে।

এই OTP আসার পরে, আপনাকে নিজের সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই কাজের পর ডেটাবেসে আপনার বিশদ আপডেট করার জন্য ও eSign-এর জন্য আরেকটি OTP পাবেন। সেই OTP ও আপনাকে জমা দিতে হবে UTIITSL-এর কাছে। তারপর UTIITSL আপনার বিশদ আপডেট আপনাকে জানিয়ে দেবে। এভাবে আপনি নিমেষেই প্যান কার্ডে থাকা যে কোন ভুল সংশোধন করতে পারবেন অনায়াসেই।