Oppo Reno 15 Pro Mini ভারতে আসছে, কমপ্যাক্ট ফ্ল্যাগশিপের স্পেক ফাঁস

Oppo Reno 15 Pro Mini India Launch

ওপ্পো তাদের Reno সিরিজে একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে। Oppo Reno 15 Pro Mini নামের এই ফোনটি বিভিন্ন লিক ও গুঞ্জনে উঠে এসেছে। এবার টিপস্টার Gadgetsdata লিক করেছেন যে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে – ডিসেম্বর ২০২৫-এর শেষে বা জানুয়ারি ২০২৬-এ। মডেল নম্বর CPH2813।

লিক অনুযায়ী, রেনো ১৫ প্রো মিনি-এ MediaTek Dimensity 8450 প্রসেসর থাকবে। ডিসপ্লে ৬.৩২ ইঞ্চি ১.৫কে ফ্ল্যাট OLED, ১২০Hz রিফ্রেশ রেট সহ।

   

Oppo Reno 15 Pro Mini: ক্যামেরা সেটআপ

পিছনে ট্রিপল ক্যামেরা:

  • ২০০ মেগাপিক্সল প্রাইমারি সেন্সর
  • ৫০ মেগাপিক্সল আলট্রাওয়াইড
  • ৫০ মেগাপিক্সল টেলিফটো (৩.৫x অপটিক্যাল জুম সহ)

সামনে সেল্ফি ও ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সল ক্যামেরা।

চার্জিং

ফোনটিতে ৮০ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এবং ওয়্যারলেস চার্জিংয়ের সম্ভাবনাও রয়েছে। IP69 রেটিং থাকায় ধুলো ও জল প্রতিরোধী হবে।

আগের রিপোর্টে বলা হয়েছে, ফোনটি Glacier White কালারে আসতে পারে রিবন-স্টাইল ফিনিশ সহ – যা শুধু হোয়াইট ভ্যারিয়েন্টের জন্য এক্সক্লুসিভ। ওজন প্রায় ১৮৭ গ্রাম এবং পুরুত্ব প্রায় ৭.৯৯ মিমি।

সংস্থা এখনও Oppo Reno 15 Pro Mini-এর ভারতীয় লঞ্চ অফিশিয়ালি কনফার্ম করেনি। যদিও শীঘ্রই ঘোষণা আসতে পারে। কমপ্যাক্ট সাইজে ফ্ল্যাগশিপ স্পেকসের এই ফোন মিড-প্রিমিয়াম সেগমেন্টে নতুন আকর্ষণ তৈরি করতে চলেছে। লঞ্চের অপেক্ষায় রইল গ্রাহকরা!

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন