
ওপ্পো তাদের Reno সিরিজে একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে। Oppo Reno 15 Pro Mini নামের এই ফোনটি বিভিন্ন লিক ও গুঞ্জনে উঠে এসেছে। এবার টিপস্টার Gadgetsdata লিক করেছেন যে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে – ডিসেম্বর ২০২৫-এর শেষে বা জানুয়ারি ২০২৬-এ। মডেল নম্বর CPH2813।
লিক অনুযায়ী, রেনো ১৫ প্রো মিনি-এ MediaTek Dimensity 8450 প্রসেসর থাকবে। ডিসপ্লে ৬.৩২ ইঞ্চি ১.৫কে ফ্ল্যাট OLED, ১২০Hz রিফ্রেশ রেট সহ।
Oppo Reno 15 Pro Mini: ক্যামেরা সেটআপ
পিছনে ট্রিপল ক্যামেরা:
- ২০০ মেগাপিক্সল প্রাইমারি সেন্সর
- ৫০ মেগাপিক্সল আলট্রাওয়াইড
- ৫০ মেগাপিক্সল টেলিফটো (৩.৫x অপটিক্যাল জুম সহ)
সামনে সেল্ফি ও ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সল ক্যামেরা।
চার্জিং
ফোনটিতে ৮০ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এবং ওয়্যারলেস চার্জিংয়ের সম্ভাবনাও রয়েছে। IP69 রেটিং থাকায় ধুলো ও জল প্রতিরোধী হবে।
আগের রিপোর্টে বলা হয়েছে, ফোনটি Glacier White কালারে আসতে পারে রিবন-স্টাইল ফিনিশ সহ – যা শুধু হোয়াইট ভ্যারিয়েন্টের জন্য এক্সক্লুসিভ। ওজন প্রায় ১৮৭ গ্রাম এবং পুরুত্ব প্রায় ৭.৯৯ মিমি।
সংস্থা এখনও Oppo Reno 15 Pro Mini-এর ভারতীয় লঞ্চ অফিশিয়ালি কনফার্ম করেনি। যদিও শীঘ্রই ঘোষণা আসতে পারে। কমপ্যাক্ট সাইজে ফ্ল্যাগশিপ স্পেকসের এই ফোন মিড-প্রিমিয়াম সেগমেন্টে নতুন আকর্ষণ তৈরি করতে চলেছে। লঞ্চের অপেক্ষায় রইল গ্রাহকরা!










