ভারতে এল Oppo Reno 14 5G সিরিজ, 50MP ক্যামেরা ও 6200mAh ব্যাটারি ফোনের দাম কত?

Oppo Reno 14 5G তিনটি সংস্করণে ভারতে লঞ্চ হল। ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম  ₹৩৭,৯৯৯, ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম  ₹৩৯,৯৯৯ এবং ১২ GB + ৫১২ GB সংস্করণের মূল্য  ₹৪২,৯৯৯। Oppo Reno 14 Pro 5G‑এর ১২ GB + ২৫৬ GB ভ্যারিয়েন্টের…

Oppo Reno 14 5G Series Launched in India

Oppo Reno 14 5G তিনটি সংস্করণে ভারতে লঞ্চ হল। ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম  ₹৩৭,৯৯৯, ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম  ₹৩৯,৯৯৯ এবং ১২ GB + ৫১২ GB সংস্করণের মূল্য  ₹৪২,৯৯৯। Oppo Reno 14 Pro 5G‑এর ১২ GB + ২৫৬ GB ভ্যারিয়েন্টের মূল্য  ₹৪৯,৯৯৯ ও ১২ GB + ৫১২ GB মডেলের দর  ₹৫৪,৯৯৯। আগামী ৮ জুলাই থেকে Flipkart, Amazon ও Oppo‑র অনলাইন স্টোরে বিক্রি শুরু হবে।

Oppo Reno 14 5G‑তে লঞ্চ অফার

শুরুতেই মাত্র ₹২,১১১ EMI‑তে ফোন কেনার সুযোগ, পাশাপাশি নির্বাচিত ব্যাংক কার্ডে ১০ % ইনস্ট্যান্ট ক্যাশব্যাক (সর্বোচ্চ ₹৫,০০০)। রয়েছে শূন্য ডাউন‑পেমেন্ট EMI, এক্সচেঞ্জ বোনাস (সর্বোচ্চ ₹৫,০০০), ৩ মাসের Google One 2 TB ক্লাউড + Gemini Advanced সাবস্ক্রিপশন ও জিও ₹১,১৯৯ প্ল্যানে ৬ মাসের ১০টি OTT‑র ফ্রি সাবস্ক্রিপশন। উপরন্তু ১৮০ দিনের অতিরিক্ত ওয়ারেন্টি ও স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনও ফ্রি।

   

ডিসপ্লে, ডিজাইন ও ফিচার

Oppo Reno 14 5G‑এ ৬.৫৯‑ইঞ্চি ১২০ Hz OLED প্যানেল (Crystal Shield Glass), আর Pro মডেলে ৬.৮৩‑ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে। দুই ফোনেই ১.৫K রেজোলিউশন, ১,২০০ নিটস পিক ব্রাইটনেস ও IP66 + IP68 + IP69 সুরক্ষা রেটিং—ধুলো‑জল থেকে নিরাপদ।

বেস মডেলে রয়েছে MediaTek Dimensity 8350, যেখানে Reno 14 Pro চালিত Dimensity 8450‑তে। ১৬ GB পর্যন্ত LPDDR5X RAM ও ১ TB UFS 3.1 স্টোরেজ অফার করা হয়েছে, সফটওয়্যার Android 15‑ভিত্তিক ColorOS 15। Oppo ঘোষণা করেছে – ৫টি মেজর OS আপডেট ও ৬ বছরের সিকিউরিটি প্যাচ দেবে।

১ জুলাই থেকে WhatsApp-এর নতুন নিয়ম, এই সমস্ত ব্যবহারকারীদের পকেটে ধরবে টান!

Advertisements

দুটি মডেলেই ৫০ MP‑এর ট্রিপল রিয়ার ক্যামেরা। Reno 14‑এ ৫০ MP প্রধান সেন্সর, ৮ MP আল্ট্রা‑ওয়াইড ও ৫০ MP টেলিফটো (৩.৫x জুম)। Reno 14 Pro‑তে ৫০ MP প্রাইমারি সেন্সর, ৫০ MP আল্ট্রা‑ওয়াইড ও ৫০ MP পেরিস্কোপ জুম লেন্স। সামনে দুটোতেই ৫০ MP সেলফি ক্যামেরা। AI Recompose, Perfect Shot, Style Transfer‑সহ একাধিক জেনারেটিভ AI ফিচার ফটো‑ভিডিওকে আরও উন্নত করে।

Reno 14‑এ ৬,০০০ mAh ব্যাটারি এবং Pro‑তে ৬,২০০ mAh ব্যাটারি; উভয়েই ৮০ W সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত। Pro মডেলে বাড়তি ৫০ W AIRVOOC ওয়ারলেস চার্জিং সুবিধাও রয়েছে।

প্রসঙ্গত, উচ্চ রিফ্রেশ‑রেট ডিসপ্লে, শক্তিশালী Dimensity প্রসেসর, ফ্ল্যাগশিপ ক্যামেরা ফিচার ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, সব মিলিয়ে Oppo Reno 14 5G সিরিজ মধ্য‑প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতায় বড় চ্যালেঞ্জ ছুড়েছে। ৮ জুলাই থেকে সেলের মাধ্যমে ভারতীয় ক্রেতারা হাতে পাবেন বিদ্যুৎগতির চার্জ, দারুণ পারফরম্যান্স আর AI‑স্মার্ট ক্যামেরার এই নতুন প্যাকেজ।