অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে OPPO Reno 13 5G-তে মিলছে ১৫,০০০ ছাড়

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের দৌলতে একাধিক প্রিমিয়াম স্মার্টফোনে মিলছে বিশাল ছাড়। সেই তালিকায় এবার যুক্ত হলো Oppo Reno 13 5G। লঞ্চের সময় এই ফোনের…

Oppo Reno 13 5G

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের দৌলতে একাধিক প্রিমিয়াম স্মার্টফোনে মিলছে বিশাল ছাড়। সেই তালিকায় এবার যুক্ত হলো Oppo Reno 13 5G। লঞ্চের সময় এই ফোনের দাম নির্ধারিত হয়েছিল ৪১,৯৯৯ টাকা (৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট)। কিন্তু ফেস্টিভ্যাল সেলে পাওয়া যাচ্ছে প্রায় ৩৬ শতাংশ ছাড়ে, অর্থাৎ ১৫,০০০ টাকা কমে এখন মাত্র ২৬,৯৯৯ টাকায়। এ ছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই অপশন, যেখানে প্রতি মাসে মাত্র ১,৫০৭.৫০ টাকা দিয়ে ফোনটি কেনা যাবে। আবার এসবিআই ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ১,২৫০ টাকা ছাড়।

Advertisements

এই স্মার্টফোনের পারফরম্যান্সের দায়িত্বে থাকছে শক্তিশালী MediaTek Dimensity 8350 অক্টা-কোর চিপসেট, যা তৈরি হয়েছে উন্নত ৪ ন্যানোমিটার প্রসেসে। ভিডিও এডিটিং, গেমিং কিংবা মাল্টিটাস্কিং—সব ক্ষেত্রেই এটি অসাধারণ পারফরম্যান্স দেবে। ফোনে থাকছে একাধিক এআই ফিচার যেমন AI Editing ও AI Call Assist। ভ্যারিয়েন্টের দিক থেকে, ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন ৮ জিবি বা ১২ জিবি LPDDR5X RAM, সঙ্গে থাকবে ১২৮ জিবি, ২৫৬ জিবি অথবা ৫১২ জিবি UFS 3.1 স্টোরেজ। ফোনটি চলবে Android 15 ভিত্তিক ColorOS 15–এ।

   

Oppo Reno 13 5G: ডিসপ্লে ও ডিজাইন

Oppo-র এই 5G ফোন আসছে একটি ৬.৫৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ, যার রেজোলিউশন ১.৫কে। এর সঙ্গে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং ও গেমিং হবে আরও স্মুথ। ডিসপ্লে দিতে সক্ষম ১২০০ নিটস পিক ব্রাইটনেস, ফলে রোদে ব্যবহারেও কোনো সমস্যা হবে না। সুরক্ষার জন্য আছে Corning Gorilla Glass 7i Protection। ফোনটির ডিজাইনও অত্যন্ত স্লিম—৭.২৪ মিমি থেকে ৭.২৯ মিমি থিকনেস এবং ওজন মাত্র ১৮১ গ্রাম। এছাড়া রয়েছে IP69 রেটিং, যা এটিকে জল ও ধুলো প্রতিরোধী করে তুলবে।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য ফোনটিতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম—৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর (OIS সহ), একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য সামনে থাকছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাগুলির সাহায্যে সহজেই করা যাবে ৪কে ভিডিও রেকর্ডিং ৩০এফপিএস বা ৬০এফপিএসে, তা সে ফ্রন্ট হোক বা রিয়ার ক্যামেরাই হোক।

Reno 13 5G–এর অন্যতম আকর্ষণ হলো এর বিশাল ৫৬০০ এমএএইচ ব্যাটারি প্যাক। এর সঙ্গে থাকছে দ্রুতগতির ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে অল্প সময়েই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে, এবং দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে।

সব দিক বিচার করলে Oppo Reno 13 5G এই মুহূর্তে প্রিমিয়াম ফিচারের ফোন কিনতে আগ্রহী গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে। শক্তিশালী Dimensity 8350 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, ৫৬০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট চার্জিং এবং স্লিম ডিজাইন—সব মিলিয়ে এই ফোনটিকে করছে একেবারে ভ্যালু ফর মানি। আর সবচেয়ে বড় বিষয়, অ্যামাজন ফেস্টিভ্যাল সেলের কারণে এখনই পাওয়া যাচ্ছে এটি ১৫,০০০ টাকা ছাড়ে, যা গ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয় অফার।