২১ জুলাই আসছে Oppo K13 Turbo সিরিজ, থাকছে ১৬জিবি ব়্যাম ও শক্তিশালী প্রসেসর

Oppo তাদের নতুন K সিরিজের স্মার্টফোন Oppo K13 Turbo ও K13 Turbo Pro খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে এই দুটি নতুন…

Oppo K13 Turbo Series Launch on July 21

Oppo তাদের নতুন K সিরিজের স্মার্টফোন Oppo K13 Turbo ও K13 Turbo Pro খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে এই দুটি নতুন হ্যান্ডসেট চিনে ২১ জুলাই উন্মোচিত হবে। লঞ্চের আগেই চীনের সোশ্যাল মিডিয়া Weibo-তে এই ফোন দুটি নিয়ে একাধিক প্রোমোশনাল পোস্টার ফাঁস হয়েছে। যেগুলিতে ফোনের প্রসেসর থেকে শুরু করে স্টোরেজ ও ডিসপ্লে সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

Oppo K13 Turbo-তে শক্তিশালী প্রসেসর

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Oppo K13 Turbo Pro ফোনে দেওয়া হবে কোয়ালকমের নতুন Snapdragon 8s Gen 3 চিপসেট। এই ফোনে সর্বোচ্চ ১৬GB RAM এবং ৫১২GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন থাকবে। অন্যদিকে, K13 Turbo মডেলে থাকবে MediaTek Dimensity 8450 চিপসেট, যা পারফরম্যান্সের দিক থেকে অত্যন্ত শক্তিশালী বলে ধরা হচ্ছে। RAM এবং স্টোরেজ—দুটো ফোনেই থাকবে একই অপশন। ফোন দুটি তিনটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে—Black Warrior, First Purple এবং Night Silver (K13 Turbo-এর ক্ষেত্রে Night White)।

   

Oppo K13 সিরিজের দুটি ফোনেই কোম্পানি দেবে ৬.৮ ইঞ্চির OLED ডিসপ্লে, যার রেজল্যুশন হবে ২৮০০ x ১২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৪৪Hz। এই ডিসপ্লে গেমিং ও মাল্টিমিডিয়ার জন্য বেশ উপযোগী হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

Samsung Galaxy A55 5G কিনুন 15,000 টাকা ছাড়ে, Amazon Prime Day সেলে দুর্দান্ত অফার

Advertisements

ফটোগ্রাফির জন্য K13 Turbo এবং Turbo Pro—দুটিতেই থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য ফোনে থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনে থাকতে পারে বিল্ট-ইন কুলিং ফ্যান এবং আরজিবি লাইটিংও। Oppo-এর মতে, কুলিং সিস্টেম ফোনের পারফরম্যান্স বজায় রাখতে বিশেষভাবে সহায়ক হবে।

Oppo K13 Turbo ফোনে থাকতে পারে IPX8 রেটিং, যার অর্থ ফোনটি জল প্রতিরোধে সক্ষম। কিছুদিন আগে এই সিরিজের Pro ভ্যারিয়েন্টকে গিকবেঞ্চ (Geekbench) বেনচমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে ফোনটি লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুত।

যদিও এই মুহূর্তে Oppo K13 সিরিজ কেবলমাত্র চীনে লঞ্চ হচ্ছে, তবে ভারতসহ অন্যান্য বাজারে এই ফোনের আগমন কবে হবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এতসব শক্তিশালী স্পেসিফিকেশন ও আকর্ষণীয় ফিচার থাকা অবস্থায় এটি ভারতীয় বাজারেও শীঘ্রই প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।