দুই ডিসপ্লে ও ২০০MP ক্যামেরা সহ আসছে Oppo Find N6 ফোল্ডেবল ফোন

ওপ্পো একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করে বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করছে। এই ধারাবাহিকতায় এবার সংস্থা নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন…

Oppo Find N6 Foldable to Launch

ওপ্পো একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করে বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করছে। এই ধারাবাহিকতায় এবার সংস্থা নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Oppo Find N6। লঞ্চের আগেই এই ফোনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, কারণ জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনটির প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন। জানা যাচ্ছে, আগামী জানুয়ারি ২০২৬-এ চিনে এই ফোল্ডেবল ফোনটি লঞ্চ করতে পারে ওপ্পো।

Advertisements

Oppo Find N6 আসছে

লিক অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এন৬-এ থাকছে বড়সড় ডুয়েল ডিসপ্লে সেটআপ। ফোনটির ইনার স্ক্রিন হিসেবে দেওয়া হতে পারে ৮.১২ ইঞ্চির LTPO OLED প্যানেল, যার রেজোলিউশন হবে 2K। অন্যদিকে, কভার ডিসপ্লের সাইজ হতে পারে ৬.৬২ ইঞ্চি। যদিও কভার স্ক্রিনের রেজোলিউশন নিয়ে এখনও স্পষ্ট তথ্য নেই, তবে অনুমান করা হচ্ছে দুই ডিসপ্লেতেই থাকবে ১২০Hz রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের স্মুথ অভিজ্ঞতা দেবে। সফটওয়্যার হিসেবে ফোনটি চলবে Android 16-ভিত্তিক ColorOS 16-এ।

   

ফটোগ্রাফির দিক থেকে এই ফোনে থাকছে বড় চমক। লিক বলছে, সেলফির জন্য ফোনের কভার ডিসপ্লে ও ইনার ডিসপ্লে—দুটিতেই দেওয়া হবে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। অর্থাৎ ফোল্ডেবল অবস্থাতেও এবং খুলে ব্যবহার করার সময়েও সমান মানের সেলফি তোলা যাবে। রিয়ার ক্যামেরা সেটআপেও ওপ্পো বড় বাজি খেলতে পারে। পিছনে থাকতে পারে ৫০MP, ২০০MP এবং ২MP—এই তিনটি সেন্সর। যদিও ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাটি প্রধান সেন্সর কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

Oppo Find X9 Ultra নিয়ে উত্তেজনা চরমে! থাকছে 200MP ক্যামেরা ও 7000mAH ব্যাটারি

ফুল ফিচার

পারফরম্যান্সের ক্ষেত্রেও Oppo Find N6 বেশ শক্তিশালী হতে চলেছে। ফোনটি ১৬GB পর্যন্ত RAM এবং ১TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে আসতে পারে। প্রসেসর হিসেবে লিকে উঠে এসেছে অত্যাধুনিক Snapdragon 8 Elite Gen 5 চিপসেট-এর নাম, যা হাই-এন্ড পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য পরিচিত।

ব্যাটারির দিক থেকেও এই ফোল্ডেবল ফোনটি নজর কাড়বে বলেই মনে করা হচ্ছে। এতে দেওয়া হতে পারে ৬০০০mAh টিপিক্যাল ভ্যালু-র ডুয়েল সেল ব্যাটারি। রেটেড ক্যাপাসিটি হিসেবে এতে ২৭০০mAh এবং ৩১৫০mAh—মোট ৫৮৫০mAh ব্যাটারি পাওয়া যেতে পারে। যদিও চার্জিং স্পিড সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে লিক অনুযায়ী ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ডিজাইনের দিক থেকে Oppo Find N6 তিনটি আকর্ষণীয় রঙে আসতে পারে – টাইটেনিয়াম, ডিপ ব্ল্যাক এবং গোল্ডেন অরেঞ্জ। নিরাপত্তার জন্য ফোনে থাকতে পারে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব মিলিয়ে, ফাইন্ড এন৬ ফোল্ডেবল স্মার্টফোন বাজারে লঞ্চ হলে প্রিমিয়াম সেগমেন্টে বড়সড় আলোড়ন ফেলতে পারে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Advertisements