দীপাবলির উৎসব মানেই কেনাকাটার হিড়িক, আর সেই সময়টিকেই কাজে লাগিয়ে ওয়ানপ্লাস (OnePlus) এনেছে দারুণ সব অফার। ভারতের টেকপ্রেমীরা ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ানপ্লাসের অফিসিয়াল স্টোরে এই ফেস্টিভ ডিসকাউন্ট ও লাকি ড্র ক্যাম্পেইন দেখে উচ্ছ্বসিত। আকর্ষণীয় ক্যাশব্যাক অফার থেকে শুরু করে ফ্রি ডিভাইস জেতার সুযোগ, সব মিলিয়ে এই দীপাবলিতে ওয়ানপ্লাস আনছে আলাদা চমক।
OnePlus এক্সক্লুসিভ অফার
আমাজন এই উৎসবে দিচ্ছে ওয়ানপ্লাস (OnePlus) প্রোডাক্ট কেনার অসাধারণ সুযোগ। যারা আমাজন প্রাইম সদস্য, তাঁরা Amazon Pay UPI (non-EMI) দিয়ে ওয়ানপ্লাস ডিভাইস কিনলে পাচ্ছেন ৫% ক্যাশব্যাক। শর্ত অনুযায়ী, অর্ডারের পরিমাণ হতে হবে ন্যূনতম ₹২,৯৯৯, আর সর্বোচ্চ ₹১০,০০০ পর্যন্ত ক্যাশব্যাক মিলতে পারে। অফারটি চলবে ৩১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত। সবচেয়ে বড় কথা, শিপমেন্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ক্যাশব্যাক অ্যাকাউন্টে চলে আসবে। তাই যারা ওয়ানপ্লাস স্মার্টফোন বা সর্বশেষ Nord Buds কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ।
ভারতের বিশাল UPI লেনদেনের বাজার, যা শুধুমাত্র জুলাই ২০২৫-এ ১৩.৯ বিলিয়ন ট্রানজ্যাকশন স্পর্শ করেছে (NPCI-এর তথ্য অনুযায়ী), তার উপর ভর করে এই অফারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফলে গ্রাহকরা পাচ্ছেন দ্রুত পুরস্কার ও কেনাকাটার বাড়তি আনন্দ।
শুধু আমাজনেই নয়, ওয়ানপ্লাসের অফিসিয়াল সাইটেও চলছে এক উৎসবের ধুম। ৪ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই লাকি ড্র ক্যাম্পেইন, যা এক্সক্লুসিভলি খোলা রয়েছে Red Cable Club সদস্যদের জন্য। অংশগ্রহণকারীরা মাত্র ১০ RedCoins খরচ করে প্রতিদিন তিনবার (Elite ও Maestro সদস্যদের জন্য বাড়তি একবার) স্পিন করার সুযোগ পাবেন। পুরস্কারের মধ্যে রয়েছে ৫০, ১০০ বা ৫০০ RedCoins, ফ্রি ডিভাইস যেমন OnePlus Nord 5 বা OnePlus 13, এমনকি Handy Fanny Pack-ও কুপনের মাধ্যমে জেতা সম্ভব।
এই লাকি ড্র ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তাই উৎসবের শপিং মুডে অংশগ্রহণকারীরা এখনই এর সুযোগ নিতে পারেন। এর ফলে কেনাকাটার আনন্দের সঙ্গে যুক্ত হচ্ছে পুরস্কার জেতার বাড়তি রোমাঞ্চ।
ভারতের প্রথম Tesla Model Y-এর চাবি হাতে পেলেন মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী
উৎসবের কেনাকাটায় বাড়তি আনন্দ
আমাজন ও ওয়ানপ্লাস (OnePlus) উভয়ের কৌশলগত এই অফার ক্যাম্পেইন গ্রাহকদের কাছে এনে দিচ্ছে বাড়তি সুবিধা। একদিকে ক্যাশব্যাক, অন্যদিকে লাকি ড্র-এর পুরস্কার—সব মিলিয়ে এটি গ্রাহকদের জন্য সত্যিকারের উইন-উইন পরিস্থিতি। দীপাবলির আলোয় তাই ওয়ানপ্লাসের এই অফার হতে চলেছে স্মার্ট শপিংয়ের সবচেয়ে উজ্জ্বল আকর্ষণ।