বাজারে আসছে OnePlus Ace 3 Pro, তার আগেই ফাঁস ফিচার ও দাম

ভারতে OnePlus-এর নতুন ফোনের লঞ্চ সবসময়ই টেকপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করে। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে OnePlus Ace 3 Pro, যা আগামী দিনের…

OnePlus Ace 3 Pro Specs and Price Leaked

ভারতে OnePlus-এর নতুন ফোনের লঞ্চ সবসময়ই টেকপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করে। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে OnePlus Ace 3 Pro, যা আগামী দিনের সবচেয়ে আলোচিত স্মার্টফোনগুলির মধ্যে একটি হতে চলেছে। ফাঁস হওয়া তথ্যে জানা গিয়েছে, এই ফোনে থাকবে বড়সড় AMOLED ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারি ও দারুণ ক্যামেরা সেটআপ। চলুন জেনে নেওয়া যাক এর সম্ভাব্য ফিচার, দাম এবং লঞ্চ টাইমলাইন।

OnePlus Ace 3 Pro-এর ডিসপ্লে ও পারফরম্যান্স

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus Ace 3 Pro-তে থাকছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটিতে HDR10+ সাপোর্ট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস দেওয়া হবে, ফলে স্ক্রিনে দৃশ্যমান কনটেন্ট হবে আরও স্পষ্ট ও বাস্তবসম্মত। পারফরম্যান্সের ক্ষেত্রে থাকছে সর্বাধুনিক Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, যা মূলত একটি হাই-এন্ড গেমিং প্রসেসর হিসেবে পরিচিত। এর সঙ্গে থাকছে সর্বোচ্চ ২৪ জিবি LPDDR5x RAM এবং ১ টেরাবাইট স্টোরেজ। ফলে মাল্টিটাস্কিং থেকে শুরু করে হাই-এন্ড গেমিং সব কিছুতেই ফোনটি হবে ঝকঝকে।

   

ফোনটির পিছনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য বড় চমক হতে পারে। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকেও ফোনটি হবে অন্য মাত্রার। এতে দেওয়া হতে পারে ৬১০০ mAh ব্যাটারি, যা সহজেই দুই দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে সক্ষম হবে। সঙ্গে থাকবে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জার, যা অল্প সময়ে ব্যাটারি ফুল চার্জ করে দিতে পারবে।

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! AI ফিচার বাড়াবে ব্যাটারির ব্যাকআপ, কীভাবে দেখুন

Advertisements

OnePlus Ace 3 Pro চলবে Android 14 ভিত্তিক ColourOS 14.1-এ। ফোনটিতে দেওয়া হবে IP65 রেটিং, যা ফোনকে ধুলো ও পানির হাত থেকে রক্ষা করবে। এছাড়া নিরাপত্তার জন্য থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

লঞ্চ টাইমলাইন ও সম্ভাব্য দাম

যদিও OnePlus এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চ ডেট জানায়নি, তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে, ২০২৬ সালের শুরুতে ভারতে ফোনটি লঞ্চ হতে পারে। দাম নিয়ে কথা বলতে গেলে, ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় ৩৯,৯৯৯ টাকা, আর ১৬ জিবি ব়্যাম + ১ টেরাবাইট ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় ৪৯,৯৯৯ টাকা।

ভারতে OnePlus-এর বিশাল ফ্যানবেসের জন্য Ace 3 Pro একটি বড় আকর্ষণ হতে চলেছে। শক্তিশালী পারফরম্যান্স, বিশাল ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইনের কারণে এই ফোন বাজারে লঞ্চ হওয়ার পর তীব্র চাহিদা তৈরি করবে বলেই আশা করা হচ্ছে।