OnePlus 15 লঞ্চের আগেই অ্যামাজনে ধরা দিল, চলবে OxygenOS 16-এ

OnePlus 15 operated on OxygenOS 16

প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর — আসছে OnePlus 15। এটি ইতিমধ্যেই ভারতীয় বাজারে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনটি ছাড়াও OnePlus Ace 6 আগামী ২৭ অক্টোবর চিনে লঞ্চ হবে। একই দিনে সংস্থা OnePlus Tablet 2-ও উন্মোচন করবে। যদিও ভারতের জন্য নির্দিষ্ট লঞ্চ তারিখ এখনো প্রকাশ করা হয়নি, তবে ভালো খবর হলো — ফোনটি লঞ্চের আগেই Amazon India-তে হাজির হয়েছে।

Advertisements

Amazon-এ লাইভ OnePlus 15-এর পেজ

ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১৫-এর একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই Amazon India এবং OnePlus India ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে, ফোনটি দুটি রঙে আসবে — Sand Storm ও Black। ডিজাইনের দিক থেকে এটি সম্পূর্ণ নতুন আভা নিয়ে হাজির হচ্ছে। ফোনটি চলবে সর্বশেষ Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে, যা পারফরম্যান্সে বড়সড় উন্নতি আনবে। এছাড়া এতে থাকবে OxygenOS 16, যা আগের ভার্সনের তুলনায় আরও স্মার্ট ও এআই-ইন্টিগ্রেটেড।

এই স্মার্টফোনে থাকবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট-সহ একটি OLED ডিসপ্লে, যা গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে করবে আরও স্মুথ। যদিও ভারতীয় লঞ্চের সঠিক তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে ওয়ানপ্লাস ইন্ডিয়া ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে ২৯ অক্টোবর কোনো বিশেষ তথ্য প্রকাশ করা হবে।

সম্প্রতি ওয়ানপ্লাস ১৫-এর গ্লোবাল ভার্সনকে GCF ও TUV SUD সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। সেখান থেকে জানা গেছে, ফোনটি সমর্থন করবে ১২১ ওয়াট ওয়ায়ার্ড ফাস্ট চার্জিং, যা খুব অল্প সময়েই ব্যাটারি চার্জ সম্পন্ন করবে। এছাড়াও এতে থাকবে Class III Protection, যা ডিভাইসটিকে আরও নিরাপদ ও টেকসই করে তুলবে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েক দিনের মধ্যেই ওয়ানপ্লাস অফিসিয়ালি ঘোষণা করবে ওয়ানপ্লাস ১৫-এর ভারতীয় লঞ্চ ডেট ও বিস্তারিত স্পেসিফিকেশন।

OxygenOS 16-এ যুক্ত হল Gemini AI

ওয়ানপ্লাস ইন্ডিয়া তাদের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, নতুন OxygenOS 16-এ সংযোজন করা হয়েছে গুগলের Gemini AI Model। এর ফলে ব্যবহারকারীরা পাবেন আরও স্মার্ট অ্যাসিস্ট্যান্ট অভিজ্ঞতা। নতুন Plus Mind ফিচারের মাধ্যমে Mind Space Hub-এ সংরক্ষিত তথ্য Gemini Assistant সহজেই অ্যাক্সেস করতে পারবে।

Advertisements

Also REad: নির্দিষ্ট সংখ্যার পর আর পাঠানো যাবে না মেসেজ, কঠোর হচ্ছে WhatsApp

ওয়ানপ্লাস জানিয়েছে, এই আপডেটটি ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে সহজ করতে সাহায্য করবে। সংস্থার পোস্টে উল্লেখ করা হয়েছে, “Your planner, assistant and manager – all in one” — অর্থাৎ পরিকল্পনা, ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত সহায়তা একসঙ্গে দেবে নতুন এআই ইকোসিস্টেম। উদাহরণস্বরূপ, একজন ইউজার যদি Mind Space App থেকে “প্যারিসে পাঁচ দিনের ভ্রমণ” পরিকল্পনা করতে চান, তাহলে Gemini সেই সংরক্ষিত ডেটা ব্যবহার করে পুরো ট্রাভেল প্ল্যান সাজিয়ে দিতে পারবে।

ওয়ানপ্লাসের টিজারে দেখা গেছে, Gemini Plus Mind ফিচার ব্যবহার করে কীভাবে সংরক্ষিত কনটেন্ট খুঁজে বের করা ও ব্যবহার করা আরও সহজ হবে, যাতে ব্যবহারকারীকে আলাদা করে তথ্য খুঁজতে না হয়।

সবমিলিয়ে বলা যায়, OnePlus 15 শুধুমাত্র হার্ডওয়্যার নয়, সফটওয়্যার ও এআই ক্ষমতায়ও এক ধাপ এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবরের শেষে এর আনুষ্ঠানিক উন্মোচনের পর ভারতীয় বাজারেও এটি হবে বছরের অন্যতম প্রতীক্ষিত প্রিমিয়াম স্মার্টফোন।