হোয়াটসঅ্যাপে এখন পাওয়া যাবে আধার কার্ড! ফোনে রাখুন এই নম্বর

Now Get Your Aadhaar Card on WhatsApp

ভারতের ডিজিটাল ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল কেন্দ্রীয় সরকার। এবার আর আলাদা কোনও অ্যাপ ডাউনলোড করা বা দীর্ঘ প্রক্রিয়ার ঝামেলায় পড়ার দরকার নেই। এখন থেকে আপনি WhatsApp-এর মাধ্যমেই আপনার আধার কার্ডের কপি (Aadhar Card) ডাউনলোড করতে পারবেন। সরকারের নতুন এই সুবিধাটি পাওয়া যাচ্ছে MyGov Helpdesk চ্যাটবটের মাধ্যমে, যা এখন DigiLocker-এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। অর্থাৎ, আপনার DigiLocker অ্যাকাউন্টে লিঙ্ক থাকা আধার কার্ড, প্যান কার্ড, মার্কশিটসহ অন্যান্য নথি সরাসরি WhatsApp-এ পাওয়া যাবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ এনক্রিপ্টেড ও নিরাপদ, ফলে আপনার তথ্য সুরক্ষিত থাকবে শতভাগ।

Advertisements

MyGov Helpdesk হল সরকারের অফিসিয়াল WhatsApp চ্যাটবট, যা আগে থেকেই নানা সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত। এখন এই হেল্পডেস্কে DigiLocker পরিষেবা যুক্ত হওয়ায় নাগরিকদের জন্য নথি পাওয়া আরও সহজ হয়েছে। এই পরিষেবাটি ব্যবহারের জন্য প্রথমে নিশ্চিত করতে হবে যে আপনার মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে এবং একটি সক্রিয় DigiLocker অ্যাকাউন্ট রয়েছে। যদি না থাকে, তাহলে সহজেই DigiLocker-এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করা যায়। এছাড়া, আপনাকে আপনার ফোনে MyGov Helpdesk-এর অফিসিয়াল WhatsApp নম্বর +৯১-৯০১৩১৫১৫১৫ সেভ করে রাখতে হবে।

WhatsApp-এ Aadhar Card ডাউনলোডের প্রক্রিয়া

একবার নম্বরটি সেভ করার পর WhatsApp খুলে ‘Hi’ লিখে পাঠান এই নম্বরে। কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাটবট আপনাকে কিছু অপশন দেখাবে। এখান থেকে ‘DigiLocker Services’ নির্বাচন করুন। এরপর চ্যাটবট জানতে চাইবে আপনার DigiLocker অ্যাকাউন্ট আছে কিনা—থাকলে ‘Yes’ নির্বাচন করুন। এখন আপনাকে ১২-অঙ্কের আধার নম্বর দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনার আধার-লিঙ্কড মোবাইল নম্বরে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে। সেটি যাচাই সম্পন্ন করলেই DigiLocker-এর সঙ্গে যুক্ত সমস্ত নথির তালিকা দেখা যাবে। এখান থেকে “আধার কার্ড” নির্বাচন করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি একটি পাসওয়ার্ড-প্রটেকটেড PDF ফাইল পাবেন, যেখানে আপনার আধার কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

Advertisements

একবারে কেবল একটি নথিই ডাউনলোড করা যাবে। কেবলমাত্র DigiLocker-এ লিঙ্ক থাকা নথিগুলিই WhatsApp-এ দেখা যাবে। যদি কোনও নির্দিষ্ট নথি—যেমন আধার কার্ড বা প্যান কার্ড—তালিকায় না দেখা যায়, তাহলে সেটি আগে DigiLocker অ্যাপে বা ওয়েবসাইটে লগইন করে ম্যানুয়ালি লিঙ্ক করতে হবে। সরকারের তরফে জানানো হয়েছে, এই পরিষেবাটি সম্পূর্ণভাবে end-to-end encryption দ্বারা সুরক্ষিত, ফলে কোনও তৃতীয় পক্ষ আপনার তথ্য দেখতে পারবে না।

ডিজিটাল ইন্ডিয়ার আরেক ধাপ অগ্রগতি

UIDAI ও MyGov-এর এই যুগ্ম উদ্যোগ দেশের নাগরিকদের জন্য নথি ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিক করে তুলেছে। এখন আর ক্যাফেতে গিয়ে প্রিন্ট নেওয়া বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দরকার নেই—একটি WhatsApp মেসেজেই আপনি পেয়ে যাবেন আপনার আধার কার্ড (Aadhaar Card)। সরকারের এই উদ্যোগ Digital India মিশন-এর আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নাগরিকদের জীবনকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলেছে। তাই দেরি না করে এখনই ফোনে সেভ করে রাখুন +৯১-৯০১৩১৫১৫১৫ নম্বরটি, আর মুহূর্তে WhatsApp-এ ডাউনলোড করুন আপনার আধার কার্ড।