11 হাজারের কমে মিলছে Motorola-র দুই 5G স্মার্টফোন, রয়েছে 12GB র‍্যাম ও 50MP ক্যামেরা

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে মটোরোলা (Motorola) নিয়ে এসেছে দুর্দান্ত অফার। ফ্লিপকার্টে শুরু হয়েছে সুপার ভ্যালু উইক সেল, যা চলবে ২২ অগস্ট পর্যন্ত।…

Motorola smartphones

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে মটোরোলা (Motorola) নিয়ে এসেছে দুর্দান্ত অফার। ফ্লিপকার্টে শুরু হয়েছে সুপার ভ্যালু উইক সেল, যা চলবে ২২ অগস্ট পর্যন্ত। এই সেলে গ্রাহকরা মটোরোলার দুটি জনপ্রিয় 5G ফোন কিনতে পারবেন মাত্র ১১ হাজার টাকার কম দামে। শুধু তাই নয়, এর সঙ্গে থাকছে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস ও আকর্ষণীয় EMI অফারের সুবিধা। ফোনগুলিতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং ১২জিবি পর্যন্ত র‍্যামের সাপোর্ট (র‍্যাম বুস্ট ফিচার)।

Motorola G45 5G

মটোরোলা G45 5G-এর ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফারের মাধ্যমে গ্রাহকরা এই ডিভাইস কিনতে পারবেন ৫% ক্যাশব্যাকের সুবিধায়। এর সঙ্গে কোম্পানি দিচ্ছে এক্সচেঞ্জ বোনাসও। গ্রাহক চাইলে আকর্ষণীয় EMI বিকল্পেও ফোনটি কিনতে পারবেন।

   

Realme 15T-তে থাকছে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি, লঞ্চের আগেই ফাঁস দাম

ফিচারের দিক থেকে, ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, যা ১২০হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। প্রসেসরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে Snapdragon 6s Gen 3 চিপসেট, যা দৈনন্দিন ব্যবহার ও গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী। ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে ফোনটিতে দেওয়া হয়েছে ৫০০০mAh ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম। অডিও অভিজ্ঞতাকে উন্নত করতে এতে Dolby Sound সাপোর্টও দেওয়া হয়েছে।

Advertisements

Motorola G35 5G

অন্যদিকে মটোরোলা G35 5G ফোনটির ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ৯,৯৯৯। সেলের সময় এটি ৫% ক্যাশব্যাক অফারের সঙ্গে পাওয়া যাবে। EMI অপশনে ফোনটি কেনা যাবে মাসে মাত্র ৩৫২ টাকা থেকে শুরু করে। পাশাপাশি গ্রাহকরা সর্বোচ্চ ৮,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন।

ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যা সমর্থন করে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। বিশেষত্বের মধ্যে রয়েছে র‍্যাম বুস্ট ফিচার, যার ফলে ফোনটির মোট র‍্যাম বৃদ্ধি পেয়ে ১২জিবি পর্যন্ত ব্যবহারযোগ্য হয়। ক্যামেরা সেকশনে থাকছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘ ব্যবহার নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৫০০০mAh ব্যাটারি, আর অডিওর জন্য সংযোজিত হয়েছে ডলবি অডিও প্রযুক্তি।

প্রসঙ্গত, সব মিলিয়ে, ফ্লিপকার্টের এই সেলে মটোরোলা গ্রাহকদের জন্য বাজেট রেঞ্জে দারুণ সুযোগ এনে দিয়েছে। মাত্র ১০-১১ হাজার টাকার মধ্যে 5G কানেক্টিভিটি, ১২জিবি পর্যন্ত র‍্যাম, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি – এই ফিচারগুলি ক্রেতাদের জন্য নিঃসন্দেহে বড় আকর্ষণ। ফলে Motorola G45 5G এবং Motorola G35 5G বাজেট সেগমেন্টে গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠতে পারে।