ফ্লিপকার্টের Big Billion Day Sale-এ দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Motorola G35 5G। বাজেট সেগমেন্টের এই স্মার্টফোনটি গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় দাম ছিল ৯,৯৯৯ টাকা, আর এবার অফারে সেটি নেমে এসেছে মাত্র ৮,৯৯৯ টাকায়। ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস আর ইএমআই সুবিধা মিলিয়ে এই ফোনটি হয়ে উঠতে পারে একেবারে সেরা ডিল। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
Motorola G35 5G: দাম ও অফার
ফ্লিপকার্টের সেলে Motorola-র এই 5G ফোন পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকায়। এছাড়াও রয়েছে ৫% ক্যাশব্যাক অফার। গ্রাহক চাইলে ফোনটি কিনতে পারবেন ৩১৭ টাকা থেকে শুরু হওয়া মাসিক ইএমআই-এর মাধ্যমে। এক্সচেঞ্জ অফারেও ফোনের দাম আরও কমে যাবে। এক্সচেঞ্জের মাধ্যমে সর্বোচ্চ ৬,৬৯০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া সম্ভব। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ফোনের কন্ডিশন, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর।
ডিসপ্লে ও ডিজাইন
G35 5G ফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি+ LCD প্যানেল, যার রেজোলিউশন ২৪০০ x ১০৮০ পিক্সেল। এই ডিসপ্লে সাপোর্ট করে ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১০০০ নিটস ব্রাইটনেস। ফলে রোদেও স্পষ্টভাবে স্ক্রিন দেখা যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে Corning Gorilla Glass 3। ডিজাইনে ফোনটি দেখতে প্রিমিয়াম এবং হাতেও যথেষ্ট হালকা লাগে।
ফোনটিতে রয়েছে Unisoc T760 চিপসেট, যা দৈনন্দিন ব্যবহার ও হালকা গেমিং-এর জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়। এটি এসেছে ৪GB LPDDR4X RAM এবং ১২৮GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ। স্টোরেজের পরিমাণ এই দামের ফোনে বেশ কার্যকর, যেখানে সহজেই প্রচুর ছবি, ভিডিও এবং অ্যাপ সংরক্ষণ করা যাবে।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য G35 5G-এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। মূল সেন্সরটি ৫০ মেগাপিক্সেল, সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরাই ভালো মানের ছবি ও ভিডিও তোলার ক্ষমতা রাখে।
ফোনটিকে শক্তি জোগায় ৫০০০mAh ব্যাটারি, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম। দ্রুত চার্জিংয়ের জন্য থাকছে ১৮W চার্জিং সাপোর্ট। ফলে ব্যাটারি ড্রেন হলেও অল্প সময় চার্জ করলেই দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।
G35 5G চালিত হচ্ছে অ্যান্ড্রয়েড ১৫-এ, যা সর্বশেষ আপডেটেড ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে। সিকিউরিটির জন্য ফোনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ফোনে ডলবি অডিও সাপোর্ট থাকায় মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স আরও উন্নত হয়।
সব মিলিয়ে, Motorola G35 5G হলো বাজেট ক্যাটেগরির একটি দারুণ স্মার্টফোন। ডলবি সাউন্ড, ১২০Hz ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা—সব মিলিয়ে এটি এই দামের মধ্যে একটি চমৎকার প্যাকেজ। আর অফারের দামে এটি নিঃসন্দেহে বাজারের অন্যতম সেরা ডিল।