মাত্র ৮,৯৯৯ টাকায় Motorola G35 5G, মিলছে ৫০ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা

Motorola G35 5G ফোনে চলছে দুর্দান্ত অফার। ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ এখন ফোনটি মাত্র ৮,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে। বাজেট ক্যাটাগরিতে এই ফোনে রয়েছে 5G কানেক্টিভিটি, ফলে…

Motorola G35 5G

Motorola G35 5G ফোনে চলছে দুর্দান্ত অফার। ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ এখন ফোনটি মাত্র ৮,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে। বাজেট ক্যাটাগরিতে এই ফোনে রয়েছে 5G কানেক্টিভিটি, ফলে Airtel, Jio বা অন্যান্য টেলিকম কোম্পানির আনলিমিটেড 5G ডেটা প্ল্যানের সুবিধা ব্যবহার করা যাবে। একই দামে 4G ফোন কেনার বদলে এই ফোন আপনার জন্য হতে পারে একদম সঠিক চয়েস।

মিলছে অফার ও ক্যাশব্যাক

Motorola G35 5G ফোনটি Flipkart-এ ৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। যদি নির্বাচিত ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয়, তাহলে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক মিলবে, ফলে এর দাম আরও কমে যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারের সুবিধা থাকছে, যেখানে পুরোনো ফোন বদলালে সর্বাধিক ৭,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এক্সচেঞ্জ বোনাস পুরোনো ফোনের মডেল ও অবস্থার উপর নির্ভর করবে। ফোনটি তিনটি কালার অপশন উপলব্ধ — গুয়াভা রেড, লিফ গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক।

   

Motorola G35 5G-এর প্রধান ফিচার

এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং ও গেমিং আরও স্মুথ হবে। ব্যাক প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য দারুণ।

প্রসেসরের ক্ষেত্রে ফোনটিতে ব্যবহার করা হয়েছে T760 চিপসেট, যা দৈনন্দিন ব্যবহার ও হালকা গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দেবে। ফোনটিতে রয়েছে ৫০০০mAh ব্যাটারি যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে একবার চার্জ করলে সারা দিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

Advertisements

WhatsApp-এ ডাউনলোড করুন আধার কার্ড, এই মোবাইল নম্বর সেভ থাকলেই কেল্লাফতে

৮,৯৯৯ টাকার মধ্যে এই ফোন যে ফিচার দিচ্ছে তা এক কথায় বাজেট সেগমেন্টে চমকপ্রদ। 5G কানেক্টিভিটি, বড় ব্যাটারি, ১২০Hz ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা—সব মিলিয়ে এটি এমন ব্যবহারকারীদের জন্য একদম উপযুক্ত যারা কম দামে ফিউচার-প্রুফ স্মার্টফোন খুঁজছেন।

Flipkart-এর অফার এবং এক্সচেঞ্জ বোনাসের সুযোগ নিয়ে আরও কম দামে এই ফোন কেনা সম্ভব, যা এই ডিলকে আরও আকর্ষণীয় করে তুলছে। যদি আপনি বাজেট 5G ফোন কিনতে চান, তাহলে Motorola G35 5G এই মুহূর্তে সেরা অপশনগুলির একটি হতে পারে।