স্মার্টফোন জগতে ফের এক বড় চমক আনতে চলেছে Motorola। সংস্থা চলতি মাসেই চিনে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Moto X70 Air। ভারতে এই ফোনটি Motorola Edge 70 নামে বাজারে আসবে বলে জানা গিয়েছে। এই ফোনের সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া iPhone 17 Air। Moto-র এই নতুন স্মার্টফোনটি আসতে চলেছে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং লং ব্যাটারি ব্যাকআপ সহ একাধিক আধুনিক ফিচার নিয়ে।
Moto X70 Air ডিজাইন ও ডিসপ্লেতে নজর কাড়বে
লিক হওয়া তথ্য অনুযায়ী, Moto X70 Air হবে অত্যন্ত পাতলা ও হালকা একটি স্মার্টফোন, যার মোটা হওয়া ৬ মিলিমিটারেরও কম হতে পারে। ফোনটিতে থাকবে একটি ৬.৭২ ইঞ্চির POLED ডিসপ্লে, যার ১২০Hz রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে একদম স্মুথ স্ক্রলিং ও প্রিমিয়াম ভিউয়িং অভিজ্ঞতা। এছাড়া ফোনটি IP৬৮ ও IP৬৯ সার্টিফিকেশন-সহ আসবে, ফলে এটি জল ও ধুলোর বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা প্রদান করবে।
মোটো এক্স৭০ এয়ার-এর পারফরম্যান্স সেকশনে থাকবে একাধিক চমক। ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, যদিও কিছু রিপোর্টে বলা হয়েছে কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেটও ব্যবহার করা হতে পারে। Motorola এখনও এই প্রসেসর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এই ফোনের বেস ভ্যারিয়েন্টে থাকবে ৮ জিবি ব়্য়াম ও ১২৮ জিবি স্টোরেজ, আর হাই-এন্ড ভ্যারিয়েন্টে থাকতে পারে ১২ জিবি ব়্য়াম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফলে মাল্টিটাস্কিং, গেমিং ও হাই-রেজোলিউশন ভিডিও স্ট্রিমিং, সবই হবে একদম স্মুথ।
Also Read: বড় খবর! এখন ফোন চুরি ও হ্যাকিং আটকাবে Google, এল ‘গোপন’ ফিচার
ক্যামেরা ও ব্যাটারি ব্যাকআপ
X70 Air ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সরসহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই মূল লেন্সে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি, যা ছবি ও ভিডিওর গুণমান আরও বাড়িয়ে তুলবে। সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি প্রেমীদের জন্য ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা স্পষ্ট ও ডিটেইলড ছবি তুলতে সক্ষম।
ব্যাটারি সেকশনে মোটো এক্স৭০ এয়ার ব্যবহারকারীদের হতাশ করবে না। ফোনটিতে থাকবে ৪,৫০০ mAh ব্যাটারি, যা ৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ফলে মাত্র কয়েক মিনিট চার্জেই ফোনে দীর্ঘক্ষণ পাওয়া যাবে ব্যাকআপ। কিছু রিপোর্ট অনুযায়ী, চীনা সংস্করণে ৪,০০০ mAh ব্যাটারিও থাকতে পারে।
প্রত্যাশিত দাম ও লঞ্চের সময়
Motorola এখনও অফিসিয়ালি এই ফোনের দাম প্রকাশ করেনি, তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী মোটো এক্স৭০ এয়ার-এর দাম হতে পারে প্রায় ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। তবে ভ্যারিয়েন্ট অনুযায়ী এর দাম ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত যেতে পারে। চিনে ফোনটি অক্টোবরের শেষ সপ্তাহে লঞ্চ হবে বলে সংস্থার Weibo অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে। ভারতে এটি সম্ভবত নভেম্বর মাসে Motorola Edge 70 নামে আত্মপ্রকাশ করবে।
Moto X70 Air নিঃসন্দেহে Motorola-র সবচেয়ে আধুনিক ও প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে। ডিজাইন, ক্যামেরা ও পারফরম্যান্সের দিক থেকে এটি iPhone 17 Air-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। এখন দেখা যাক, দাম ও ফিচারের লড়াইয়ে কে এগিয়ে যায় — Motorola না Apple!