Narendra Modi: মোদী জমানায় মোবাইল ফোন রফতানি বেড়েছে ৫৬০০শতাংশ

Mobile Phone Exports Narendra Modi's Leadership

হাতে হাতে ফোন। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন।  অনেকেই বলেন, এই স্বপ্ন ফেরি করেই মসনদে বসেছেন মোদী (Narendra Modi’)।

সেই স্বপ্নের উপাদানকে অস্ত্র করেই বড় সাফল্য ভারতের। লক্ষ্মীলাভ। পরিসংখ্যান বলছে, মোদী জমানায় মোবাইল ফোনের বিক্রি বেড়েছে। ভারতে তৈরি মোবাইল ফোনের বিপুল চাহিদা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে।

   

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের মোবাইল ফোন রফতানি বেড়েছে ৫ হাজার ৬০০ শতাংশ। এমনই বলা হয়েছে সরকারি পরিসংখ্যানে। পরিসংখ্যানের তথ্য বলছে, ২০১৪-১৫ সালে ভারত থেকে ১ হাজার ৫৬৬ কোটির মোবাইল ফোন রফতানি হয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৯০ হাজার কোটি টাকা। যা ৫ হাজার ৬০০ শতাংশ বেশি।

রফতানির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উৎপাদন। স্বাভাবিক নিয়মে। ২০১৪-১৫ অর্থবর্ষে ভারতে মোবাইল ফোন তৈরি হয়েছিল ১৮ কোটি টাকার। ২০২২-২৩ অর্থবর্ষে সেই অঙ্ক হয়েছে সাড়ে তিন লক্ষ কোটি। অর্থাৎ ১৭০০ শতাংশ বেশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন