Mobile tips: এবার থেকে আপনি একটি কেবলেই চার্জ করতে পারবেন আপনার সব ডিভাইস 

এবার থেকে একই কেবলে চার্জ দেওয়া যাবে আইপ্যাড, আইফোন, স্মার্টফোন, ক্যামেরা এবং ল্যাপটপসহ সকল প্রকারের ইলেকট্রনিক ডিভাইস। এই সুবিধা সর্ব প্রথম সামনে এনেছে ভারত।দেশে খুব…

এবার থেকে একই কেবলে চার্জ দেওয়া যাবে আইপ্যাড, আইফোন, স্মার্টফোন, ক্যামেরা এবং ল্যাপটপসহ সকল প্রকারের ইলেকট্রনিক ডিভাইস।

এই সুবিধা সর্ব প্রথম সামনে এনেছে ভারত।দেশে খুব শীঘ্রই চালু করা হবে এই পদ্ধতি। বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন পোর্ট ব্যবহারের ফলে একাধিক সমস্যা তৈরি দেখা যায়। তাই সকল প্রকারের ডিভাইসে একই চার্জিং পোর্ট ব্যবহার করতে বহুদিন ধরে চেষ্টা করছিল দেশের বিজ্ঞানীরা।

   

সম্প্রতি এই নিয়ম চালু করার বিষয়ে বিভিন্ন কোম্পানির স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হয়েছিল।
গ্রাহক বিষয়ক বিভাগ বেশিরভাগ ডিভাইসের জন্য একটি সাধারণ চার্জার বাধ্যতামূলক করার সম্ভাবনার মূল্যায়ন করতে শিল্প প্রতিনিধিদের সাথে দেখা করেছিল।
সেসময় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি নির্দিষ্ট চার্জিং পোর্ট ব্যবহারের পক্ষে আলোচনা হয়েছে।

সেখানে এ পদ্ধতির বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। পাশাপাশি এটি গ্রাহকদের জীবন আরও সহজ করবে এবং তাদের আর্থিক খরচও কমাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত ১লা সেপ্টেম্বর ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন বিভাগের তত্ত্বাবধানে এই প্রস্তাবকে স্বাগত জানানো হয়।।
বিশেষজ্ঞরা বলছেন, চার্জিং পোর্ট ইকোসিস্টেম তৈরি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বেশিরভাগ ফিচার ফোনে এখনও মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়।
এদিকে বেশিরভাগ স্মার্টফোনে দেখা যায় ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও কিছু হেডফোন, ওয়্যারলেস স্পিকারে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়।
সাধারণত প্রত্যেক আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা কেবল কিনতে হয়।

এ ক্ষেত্রে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ডিভাইস পাল্টানোর সময় চার্জারও পাল্টাতে হয়।
আবার অনেক সময় পুরনো চার্জারের পয়েন্টের সঙ্গে নতুন ডিভাইসের কোন মিল থাকে না। যার ফলে ডিভাইস খারাপ হলে এই চার্জারগুলো ফেলে দিতে হয়।
এসব কারণে গ্রাহকদেরকেও বহু ভোগান্তি হয়। বিষয়টি মাথায় রেখে দেশের সরকার সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য একই চার্জিং পোর্ট বাধ্যতামূলক করার চিন্তা করেছে।

এই সুবিধা চালু হলে সব ইলেকট্রনিক ডিভাইস ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।
ফলে মোবাইল ফোন চার্জ করা নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না দেশের মানুষকে। এমনকি গ্যাজেটের সঙ্গে আর চার্জার না থাকলেও আলাদা কিনতে পাওয়া যাবে এটি। একসঙ্গে সকল প্রকার ডিভাইস চার্জ দেওয়ার এই সিদ্ধান্ত শুধু ভারতেই নয়, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এমন চিন্তাভাবনা করছে।

২০২৪ সালের মধ্যে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য ইউএসবি টাইপ সি টাইপ চার্জার বাধ্যতামূলক করেছে তারা।